রাবি অধ্যাপক হত্যা
২ মে সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ২ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় এক সভায় রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এ কথা জানান।
এ বিষয়ে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, ‘বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে আগামী ২ মে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। এর মধ্যে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করবেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।’
এ সময় শান্তনু আরো বলেন, ‘৩ মে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাবিতে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আন্দোলন শেষে তাঁরা সবাই নিহত অধ্যাপক রেজাউল করিমের পরিবারের সঙ্গে দেখা করবেন। এ দিন যেহেতু আমাদের আলটিমেটামের শেষ দিন, তাই এর অগ্রগতি জানতে রাবি উপাচার্যের সঙ্গে দেখা করব। সেখানকার পরিস্থিতি বুঝে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
৪ মে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও রাবি শিক্ষক সমিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে বলেও জানান শাহ আজম শান্তনু।
শাহ আজম শান্তনু আরো বলেন, ‘আমরা আন্দোলন থেকে কখনো সরে যাইনি। আমরা সাত দিনের আলটিমেটাম দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনকে আরো বেগবান করার চেষ্টা করেছি। সে ক্ষেত্রে আমরা অনেকটা সক্ষমও হয়েছি। আমরা আলটিমেটামের সিদ্ধান্তের আগেই আন্দোলনে ফিরে এসেছি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে থাকব।’
গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টানা পাঁচ দিন ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজও রয়েছে নানা ধরনের কর্মসূচি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন