২ মোটরসাইকেল ছিনতাই কারী নিহত
যশোর সদর উপজেলায় গণপিটুনিতে দুই মোটরসাইকেল ছিনতাইকারী নিহত হয়েছেন।
রোববার মধ্যরাতে যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটেছে। তাদের কাছ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- আল আমিন (২৮) মাগুরার আড়পাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। অপরজন হলেন যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩৮)।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, রাতে ওই দুই ডাকাত ছিনতাইয়ের উদ্দেশ্যে এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে যশোর-মাগুরা মহাসড়কে নিয়ে যায়। ধাওয়ার এক পর্যায়ে যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় দুটি মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এসময় মোটরসাইকেল আরোহী ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের ধরে গণপিটুনি দেয়।
পরে পুলিশ খবর পেয়ে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন