রুশ বিমান ভূপাতিত করায়
‘৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে’
সিরিয়া সীমান্তে রুশ বিমান ভূপাতিত করার পর যদি ন্যাটো জোট এ সংস্থার অনুচ্ছেদ-৫ অনুসরণ করে তাহলে শিগগিরি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমন মন্তব্য করেছেন আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক ও টকশো আলোচক গ্লেন বেক।
তুরস্কের সামরিক বাহিনী রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে গতকাল (মঙ্গলবার) সকালে রেডিও অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গ্লেন বেক বলেন, “যদি কেউ ন্যাটো সনদের পাঁচ অনুচ্ছেদের কথা বলে তাহলে তা বলবে ফ্রান্স; তুরস্ক নয় এবং তা বলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”
ন্যাটো জোটের অনুচ্ছেদ-৫ এ বলা হয়েছে, যদি কোনো সদস্য দেশ শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে জোটের বাকি সদস্যরা আক্রান্ত দেশের পাশে দাঁড়াবে এবং সামরিক বাহিনী ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ সম্পর্কে গ্লেন বেক বলেন, “যদি কেউ অনুচ্ছেদ-৫ নিয়ে কথা বলা শুরু করে তাহলে তা আমাদেরকে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া হবে।”
ন্যাটো জোটের অনুচ্ছেদ-৪ এ বলা হয়েছে, এ জোটের কোনো সদস্যের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাজনৈতিক স্বাধীনতা হুমকির মুখে পড়লে জোটের সদস্যরা সামরিক বিষয়ে পরামর্শ করবে। সে অনুযায়ী গতকাল ন্যাটো সদস্যরা বৈঠক করেছে তবে সেখানে অনুচ্ছেদ-৫ অনুসরণের বিষয়ে কোনো আলোচনা হয় নি।
– রেডিও তেহরান
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন