৩০টি গণকবরের সন্ধান : মালয়েশিয়ায়
মালয়েশিয়ার পেরলিস রাজ্যের পেদাং ও ওয়াং কেলিয়ান অঞ্চলের জঙ্গলে ৩০টি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। আজ রোববার মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে এসব গণকবর পাওয়া যায়। এসব গণকবরে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকশ নাগরিকের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মালয় মেইল অনলাইনের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানিয়েছে, থাইল্যান্ডের শংখলা প্রদেশে পাওয়া গণকবরের সঙ্গে এগুলোর সম্পর্ক রয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ঘটনার পর কয়েকজন বিদেশি নাগরিক ও স্থানীয় গ্রামীবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদন বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, অভিবাসীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। এখন পর্যন্ত আমাদের অভিযান চলছে। আমরা আরো গণকবরের সন্ধান ও অন্য আশ্রয়শিবিরের প্রমাণ পাব বলে ধারণা করছি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ওয়াং কেলিয়ান অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। পর্যটন ব্যবসায় ধস নামায় তাঁরা বিকল্প রোজকারের পথ খুঁজছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, পেদার বাসার অঞ্চলে একটি গণকবর পাওয়া গেছে। এতে ১০০টি লাশ রয়েছে। পুলিশ কমান্ডো ও ফরেনসিক দল ঘটনাস্থলে অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনী জায়গাটি ঘিরে রেখেছে।
এর আগে থাইল্যান্ডের শংখলা প্রদেশের জঙ্গলে আরো কয়েকটি গণকবরের সন্ধান পায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এসব কবরে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকের লাশ পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন