৩০০ নারীর সঙ্গে মিলনের পর এইডস, তারপর চুরি করতে গিয়ে…

বয়স ৩১। বিভিন্ন সময়ে অন্তত ৩০০ নারীর সঙ্গে তিনি যৌন সংস্বর্গে গেছেন। তাও আবার অনিরাপদভাবে। ফলে যা হওয়ার! বাঁধিয়েছেন মরণব্যধি এইডস। আর এ রোগ হবার পর পাল্টে গেছেন তিনি। চেয়েছেন একটু আমোদ ফুর্তি করে জীবনের শেষ দিনগুলো পার করতে। তাই এক বাড়িতে চুরিও করতে গিয়েছিলেন তিনি।
কিন্তু বিধিবাম, ৫০ গ্রাম সোনাসহ একেবারেই হাতেনাতে ধরা। কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছেন তার এমন বৃত্তান্ত। হতভাগা এ ব্যক্তির নাম যোসেফ জেমস। থাকেন ভারতের সেকেন্দ্রাবাদে।
গত সোমবার রাতে তিনি এক ব্যক্তির বাসায় চুরির পর ৫০ গ্রাম সোনা নিয়ে আটক হয়েছেন। পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন, ‘ওসব সোনা-টোনা বাদ দেন। আমার এইচআইভি পজিটিভ। রোজ রাতে নিষিদ্ধপল্লীতে যেতাম। যাকেই ভাল লাগত, তার সঙ্গেই সেক্স করেছি। কনডম ছাড়াই। সংখ্যাটা ৩০০ তো হবেই। একদিন ডাক্তার বলল, আমার এইডস হয়েছে। বাঁচার আশা নেই ভেবে এই কটা দিন আর একটু আনন্দ ফুর্তি করতে চাই। তাই চুরি করেছি। যাতে ভাল জীবন কাটাতে পারি শেষ কটা দিন।’
পুলিশ অবশ্য তাকে চুরির দায়ে পাকড়াও করেছে। কিন্তু এত্তবড় কাণ্ডের জন্যও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। কারণ ওই ৩০০ নারীর কেউ তো আর যোসেফের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি!
মালকাগিরির সহকারি পুলিশ কমিশনার রবিচন্দন রেড্ডি বলেছেন, ‘আমরা তার কাছ থেকে ৫০ গ্রাম সোনা উদ্ধার করেছি। তার বিরুদ্ধে শুধু চুরির অভিযোগই আনা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন