৩০ বছর পরে ফেসবুকে মিললো হারানো দু’বোন
ভয়াবহ এক ভূমিধ্বসে একে-অন্যকে হারিয়ে ফেলার ৩০ বছর পর দুই বোনের দেখা হলো ফেসবুকের মাধ্যমে। ঘটনাটি নাটকীয় হলেও বাস্তবে এমনটি ঘটেছে কলম্বিয়ান দুই বোন জ্যাকলিন ও লরেনা সানচেজের জীবনে।
১৯৮৫ সালের ১৩ নভেম্বর কলম্বিয়ার আর্মারো শহরে ভূমিধ্বসে বিচ্ছিন্ন হয়ে যান জ্যাকলিন ও লরেনা। ২২ হাজার মানুষ নিহত হলেও লরেনা বোনকে ফিরে পাওয়ার আশা ছাড়তে পারেননি। তার আশা ছিল হয়তো দেখা হবে। আর তাই হলো। পরিবারের খোঁজে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন লরেনা। আর সেই পোস্ট দেখেই এগিয়ে আসেন জ্যাকলিন। গত ১৮ ফেব্রুয়ারি ফেসবুকে ওই ভিডিও খুঁজে পান জ্যাকলিন।
দুর্যোগে সৃষ্টি হওয়া দূরত্ব দূর করতে দুই বোনের মধ্যে সেতু হিসেবে কাজ করেছে জনপ্রিয় সামাজিক মাধ্যমটি। প্রচারণাটি জ্যাকলিনের নজরে আসলে তিনি হারিয়ে যাওয়া বোনকে চিনতে পারেন। তারপরও সম্পূর্ণ নিশ্চিত হতে করা হয় ডিএনএ পরীক্ষা। আর তাতেই প্রমাণিত হয় জ্যাকলিন-লরেনা আসলেই আপন দুই বোন। দীর্ঘ-অনিশ্চিত অপেক্ষার পর দুই বোনের এই দেখা হওয়ার খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে দেশী-বিদেশী নানা গণমাধ্যম।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন