৩০ বছর পর নিউজিল্যান্ডের পাকিস্তান জয়
৩০ বছর পর সাদা পোশাকে পাকিস্তানকে সিরিজ হারাল নিউজিল্যান্ড। ১৩৮ রানের বড় ব্যবধানে হ্যামিল্টন টেস্ট জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল স্বাগতিক নিউজিল্যান্ড।
সর্বশেষ ১৯৮৫ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। মাঝে ১২টি সিরিজ খেলা হলেও একটিতেও জেতা হয়নি ব্ল্যাক ক্যাপসদের। সাতটি সিরিজে হারের পাশাপাশি বাকি পাঁচটিতে ড্র করেছিল নিউজিল্যান্ড।
হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন বিনা উইকেটে তিন রান নিয়ে দিনের খেলা শেষ করা পাকিস্তানের পঞ্চম দিনে প্রয়োজন ছিল ৩৬৮ রানের। দুই ওপেনার সামি আসলাম ও অধিনায়ক আজহার আলীর ব্যাটে স্বপ্ন দেখছিল পাকিস্তান। এ দু’জন গড়েন ১৩১ রানের উদ্বোধনী জুটি।
তাদের এই জুটি ভাঙেন মিশেল স্ট্যান্টনার। ব্যক্তিগত ১৬ রানে বাবর আজম স্ট্যান্টনারের দ্বিতীয় শিকারে পরিনত হন। সেঞ্চুরি থেকে মাত্র নয় রান দূরে থাকতে সাজঘরে ফেরেন সামি আসলামও। এবারের শিকারী টিম সাউদি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে সফরকারীরা।
নিউজিল্যান্ডের বোলারদের দাপুটে বোলিংয়ে বিনা উইকেটে ১৩০ থেকে ২৩০ রান করতেই সবকটি উইকেট হারায় পাকিস্তান। নেইল ওয়াগনার একাই নেন তিনটি উইকেট। এছাড়া টিম সাউদি ও স্ট্যান্টনার নেন দুটি করে উইকেট। দুই ইনিংসে মোট আট উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাউদি।
এর আগে, টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ইনিংসে ২৭১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। জবাবে ২১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে রস টেলরের সেঞ্চুরিতে ৩১৩ রান করে ডিক্লেয়ার করেন স্বাগতিক দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ফলে, চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। কিন্তু ২৩০ রানেই গুটিয়ে গিয়ে ১৩৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। সেই সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশও হয় সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে ক্রাইস্টচার্চে আট উইকেটে হারে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৭১ ও ৩১৩/৫ ডিক্লে.
পাকিস্তান: ২১৬ ও ২৩০ (৯২.১ ওভার)
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন