৩০ বলে জয় তুলে নিল যুবারা!

শ্রীলঙ্কায় চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সিঙ্গাপুরকে একরকম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মাত্র ৭১ রানের লক্ষ্য জয় করতে নেমে ৩০ বল খরচ করেছে লাল-সবুজ জার্সিধারীরা। জয় এসেছে সাত উইকেটের।
লক্ষ্য ৭১ রান। ৫০ ওভারের ম্যাচ। এই অল্প রানের লক্ষ্য জয় করতে নেমে ঝড় তোলার সুযোগ হাতছাড়া করেনি ভবিষ্যতের মেহেদি হাসান মিরাজরা। আফগানদের বিপক্ষে ৬৭ রানের ইনিংস খেলা অধিনায়ক সাইফ হাসান এদিনও দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন। এই রান তুলতে খরচ করেছেন মাত্র ১১ বল। ছিল দুটি চার ও চারটি ছয়। আনস ভারগাভার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে বাকি রানটুকু তুলতে আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। আফিফ হোসেন ছয় রান তুলে আউট হন রোহান রঙ্গরাজনের বলে। রায়ান রাফসান রহমানকেও (৬) ফেরান ভারগাভা।
শেষদিকে মোহাম্মদ রাকিব ১৩ রানে সজীব হোসেন সাত রানে অপরাজিত ছিলেন।
এর আগে টসে জিতে গলে সিঙ্গাপুরকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে বাংলাদেশের দুই বোলার আব্দুল হালিম নাঈমের সামনে দাঁড়াতেই পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য দেশটি। এই দুই বোলার প্রত্যেকে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন। মাত্র ৪৫ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসে সিঙ্গাপুর। বাকি তিন উইকেটে ২৫ রান পায় তারা। ব্যাট হাতে ওপেনার রোহান রঙ্গরাজন সর্বোচ্চ ২৩ রান করেন। দলের পক্ষে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন।
টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে দুটি ম্যাচেই জয় পেলো বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে সাইফ হাসানের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন