৩৪ দেশে ৯৪টি স্ত্রী ব্রিটিশ লাভ বার্ডের
অ্যামি, অ্যানি, আনা, মারিয়া, কেট…আরও কত কত নামের স্ত্রী আছে ওর। ফ্রান্স থেকে ফিনল্যান্ড, জাপান থেকে জার্মান। আমেরিকা থেকে আর্জেন্টিনা। এমন করে ৩৪টি দেশের ও জামাই। আসলে বিশ্বের বিভিন্ন দেশের মহিলাদের বিয়ে করাটা ওর শখ। মাসে ছবি এঁকে আর বিভিন্নভাবে যে টাকাটা রোজগার করে সেখান থেকে কিছুটা নিজের জন্য সরিয়ে রেখে। বাকি টাকাটা ৩৪ভাগে ভাগ করে দেয় স্ত্রী-দের। কোনও লুকনোছোপানোর গল্প নেই। ৩৪ জন স্ত্রী-ই জানে তাদের আরও ৩৩জন সতীন আছে। ও বরের নামটা তো বলাই হল না। ওর নাম জন অ্যাড্রেস। পদবির মতই ওর প্রেমের কোনও ঠিকানা নেই। ছবি এঁকে বিশ্বভ্রমণ করে। আর জুটিয়ে ফেলে প্রেমিকা, সেখান থেকে বিয়ে।
জন বলছেন, তিনি কাউকে ঠকান না। প্রেমের বিষয়ে তো নয়ই। বিয়ের আগে নিজের আগের সব প্রেম-পরিণয়ের কথা জানিয়ে দেন। কিন্তু প্রশ্ন হল সবচেয়ে বেশি সময় জন কোন স্ত্রী-র সঙ্গে কাটান? জন নিজে বলছেন, জার্মান প্রেমিকা আনার সঙ্গে। আনাও ছবি আঁকে। মাসে বড়জোড় দু-তিনজন স্ত্রী-এর সঙ্গে দেখা করে পারেন। ১৩ নম্বর স্ত্রী-এর সঙ্গে তো বছর দুয়েক দেখাই হয়নি জনের। তো চেষ্টা করেন মাসে অন্তত একবার নিজের ৯৪টি স্ত্রী-র সঙ্গে অন্তত একবার করে দেখা করার।
৩৫ বছরের জন বিয়ে খরা শুরু করেন ২৩ বছর বয়স থেকে। ৬ মাস আগে ৯৪ তম বিয়েটি করেন। এখন প্রশ্ন হল বিয়ের সংখ্যা সেঞ্চুরি কবে হাঁকান। জন কিন্তু লাজুক হেসে সেঞ্চুরির ব্যাপরটা এড়িয়ে যাচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন