৩৫ বছরে পাঁচ দিন ছুটি নিয়েছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার ৩৫ বছরের রাজনীতি জীবনে এই প্রথম ৫ দিনের সরকারি ছুটি নিয়েছিলাম। এছাড়া এই প্রথম আমি দেশের বাইরে দীর্ঘদিন (১৭ দিন) ছিলাম।’
কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার বিকেলে রাষ্ট্রীয় গণভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শুরুতেই কানাডার গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অভিজ্ঞতা তুলে ধরেন সরকার প্রধান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকারমন্ত্রী মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কানাডা সফরে আমি সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে ট্রুডো দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুসংহত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানেরও প্রশংসা করেছেন।’
শেখ হাসিনা বলেন, ‘জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে আলোচনা হয়। তিনি এ নিয়ে সেদেশের আইনি বাধার কথা উল্লেখ করেন। তবে ন্যায়বিচার নিশ্চিতপূর্বক কীভাবে স্পর্শকাতর ইস্যুটির সুরাহা করা যায়, তার উপায় খুঁজতে দুইদেশের উপযুক্ত প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরুর পক্ষে মত দেন।’
কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আমি বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি তিনি তা সানন্দে গ্রহণ করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। দীর্ঘব্যস্ত সফরের পর গত ৩০ সেপ্টেম্বর বিকেলে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন