৩৯ লক্ষ ডলার জিতলেন স্বপ্নে পাওয়া নম্বর দিয়ে লটারিতে !

৩৯ লক্ষ ডলার জিতেছেন কানাডার এক নারী লটারিতে । তিনি গত ৩০ বছর ধরে একই নম্বর ব্যবহার করে লটারি খেলছেন এবং সেই নম্বর তিনি নাকি স্বপ্নে পেয়েছেন। খবর বিবিসির।
কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ নোভা স্কশিয়ারের বাসিন্দা ওলগা বেনো। দীর্ঘদিন ধরে একই নাম্বার দিয়ে লটারি ধরা প্রসঙ্গে তিনি জানান, ১৯৮৯ সালের মে মাসের এক রাতে তিনি স্বপ্নের মধ্যে এই নম্বরগুলো পান। তারপর থেকে নিয়মিতভাবে লটারিতে তিনি ওই একই নম্বর ব্যবহার করে আসছেন।
লটারি জেতা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম চোখে ভুল দেখছি না তো? নিশ্চয় কোথাও ভুল হয়েছে। গত ২৮শে ডিসেম্বর কানাডায় দু’জন লটারি বিজয়ীর মধ্যে একজন হলেন বেনো।
১০ বছর আগে বেনোর ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার খরচ জোগাতে তাকে বাড়ি বিক্রি করতে হয়। এখন লটারির টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করে বাকি জীবনটা কাটাতে চান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন