৩ উইকেটে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করে বাংলাদেশ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয়েছে ম্যাচটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য ১৫৭ রান প্রয়োজন হয় অস্ট্রেলিয়ার।
বাংলাদেশের ১৫৭ রানের ইনিংসের সবচেয়ে বড় অবদান রেখেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত অপরাজিত থেকে ২৯ রানে ৪৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার পথে ৭টি চার ও ১টি ছক্কার মার মারেন তিনি। তার সঙ্গে ১৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।
এর আগে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ওপেনিংয়ে আজ নিজেকে মেলে ধরেন মোহাম্মদ মিথুন। ব্যক্তিগত ২৩ রান করে শুরুটা দারুণ করেছেন তিনি। তবে ওপেনিং ব্যাট হাতে আজও ব্যর্থতার খোলস থেকে বের হতে পারেননি সৌম্য সরকার। মাত্র ১ রান করেই ওয়াটসনের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
সাব্বির রহমান ওয়ানডাউনে নেমে কিছুটা আলো ছাড়ালেও ব্যক্তিগত ১২ রান করে আউট হন তিনি। তরে তারপর ক্রিজে নেমে কিছুটা দায়িত্বশীলতার পরিচয় দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে তার ব্যাট থেকে। ২৫ বলে এই ইনিংস খেলার পথে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। আর শুভাগত হোম করেন ১৩ রান।
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৩টি ও শেন ওয়াটসন ২টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া। তবে শেষ দিকে লক্ষ্যে পৌছতে কিছুটা ঘাম ঝরাতে হয়েছে তাদেরকে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন উসমান খাজা (৫৮)। তাছাড়া ম্যাক্সওয়েল (২৬) ও ওয়াটসন (২১) রান করেন।
বল হাতে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৩টি, মুস্তাফিজুর রহমান ২টি ও আল-আমিন হোসেন ১টি উইকেট লাভ করেন।
বাংলাদেশ দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাসকিন আহমেদ ও আরাফাত সানী নেই। তাদের পরিবর্তে খেলেন সাকলায়েন সজীব ও শুভাগত হোম। অসুস্থতার কারণে একাদশে ছিলেন না তামিম।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাকলায়েন সজীব, শুভাগত হোম,আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন