৩ উইকেটে ২৩০ রান করে জয় পেলো প্রীতির পাঞ্জাব
অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ রানে হারিয়ে এবারের আইপিএল-এর প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখল কিংস ইলেভেন পাঞ্জাব। জয়ের নায়ক ঋদ্ধিমান সাহা। ওপেন করতে নেমে ৫৫ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটসম্যান। কিয়েরন পোলার্ড ২৪ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না। আর এতে চাপে পড়ে গেল কলকাতা।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। পাঞ্জাবের ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন ঋদ্ধিমান ও মার্টিন গাপটিল (৩৬)। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল করেন ৪৭ রান। ৩ উইকেটে ২৩০ রান করে পঞ্জাব।
বড় রান করেও অবশ্য সহজে জয় পায়নি পঞ্জাব। শেষপর্যন্ত লড়াই করে মুম্বই। লেন্ডন সিমন্স (৫৯) ও পার্থিব পটেল (৩৮) শুরুটা দারুণ করেন। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ১৬ রান। মোহিত শর্মার দ্বিতীয় বলে ছক্কা মেরে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও, তারপর পরপর তিন বলে রান নিতে না পেরে দলকে ডোবালেন পোলার্ড। শেষ বলে তিনি এক রান নেন। ফলে জয় পায় পাঞ্জাব।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন