৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: ১৩ ওভার শেষে ইংল্যান্ড ৬১/৩। ব্যাট করছেন বেন ডাকেট (৬) ও বেন স্টোকস (০)।
ফিরে গেছেন জনি বেয়ারস্টো (০), জেসন রয় (৪১), জেমস ভিন্স (১৬)।
টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয় ভালো। দুই উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় ও জেমস ভিন্স মিলে ৭ ওভারে তোলেন ৪১ রান। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে ভিন্সকে বিদায় করে ৪১ রানের জুটি ভাঙেন পেসার শফিউল ইসলাম। তার বলে তুলে মারতে গিয়ে মিডঅনে মাশরাফিকে ক্যাচ দিয়ে ফেরেন ফিন্স (২০ বলে ১৬)।
ভিন্স ফিরলেও ভয়ংকর হয়ে উঠছিলেন রয়। তবে ইনিংসের দ্বাদশ ওভারে এসে রয়কে সাজঘরের পথ দেখান সাকিব আল হাসান। তার বলে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅফ বাউন্ডারির কাছে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন রয় (৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১)।
শুক্রবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, তিনিও টস জিতলে আগে ব্যাটিং নিতেন।
বাংলাদেশের শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। ধারাবাহিকভাবে খারাপ খেলা সৌম্য সরকার একাদশে সুযোগ হারিয়েছেন। ফিরেছেন ইমরুল কায়েস। ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে বেন ডাকেট ও জ্যাক বলের।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোশাররফ হোসেন রুবেল, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।
ইংল্যান্ড দল : জস বাটলার, জেসন রয়, জেমস ভিন্স বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি ও জ্যাক বল।
ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার ১৩টিতেই জিতেছে ইংল্যান্ড। ৩টি জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ম্যাচের দুটিতেই হেরেছে ইংল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন