৩ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু
৩ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে সকাল ৮টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে এ রুটেরে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। সকাল থেকে এ রুটে আগে থেকে চলাচলকারী ডাম্ব ফেরিগুলোও বন্ধ করে দেয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রো-রো ফেরি। সকালে দুই শতাধিক স্পিডবোট এবং৮৭টি লঞ্চও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই সঙ্গে বন্ধ হয়ে যায় ৪টি কে-টাইপ ফেরি।
সংশ্লিষ্টরা জানান, হাজরা চ্যানেলের মুখে প্রায় ২৫ দিন ধরে ৬টি ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার কাজ। তারপরও নাব্যতা সংকট দূর করতে পারেনি বিআইডব্লিউটিএ’র ড্রেজার বিভাগ। মাঝে মধ্যেই ফেরি হাজরা চ্যানেল মুখ অতিক্রম করে মূল পদ্মায় যেতে পারছে না। ফেরি আটকে পড়ছে ওই চ্যানেল মুখে।
বিআউডব্লিউটিএ কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মা. রুহুল আমিন বলেন, প্রায় ২৫দিন ধরে ৬টি ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার কাজ। তারপরও নাব্যতা সংকট দূর করতে পারেনি বিআইডব্লিউটিএ’র ড্রেজার বিভাগ। মাঝে মধ্যেই ফেরি হাজরা চ্যানেল মুখ অতিক্রম করে মূল পদ্মায় যেতে পারছে না। ফেরি আটকে পড়ছে ওই চ্যানেল মুখে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন