৩ পেসার নিয়ে খেলছে বাংলাদেশ, নিষেধাজ্ঞার কারণে নেই মাশরাফি বিন মর্তুজা।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে নেই মাশরাফি বিন মর্তুজা।
তার পরিবর্তে বাংলাদেশ দলের নেতৃত্ব রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাশরাফির জায়গায় একাদশে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
অপর দুই পেসার হলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। শারীরিক অসুস্থতার কারণে তাসকিনকে নিয়ে শঙ্কা ছিল। তবে ম্যাচ শুরু হওয়ার আগে তরুণ এই পেসার সুস্থ হয়ে উঠেছেন। যে কারণে তাসকিন জায়গা পেয়ে যান একাদশে।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, নেইল ও`ব্রেইন, অ্যান্ড্রু বালবিরনি, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন. কেভিন ও`ব্রেইন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকআর্থি, টিম মুর্তাগ ও পিটার চেজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন