মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩ পয়সা বাসভাড়া কমানো, তাও পারেনি সরকার

ঢাক ঢোল পিটিয়ে সরকার জ্বালানী তেলের মূল্য কমালেও প্রতি কিলোমিটারে তিন পয়সা বাস ভাড়া কম নেয়া কার্যকর করতে পারেনি সরকার। বাসভাড়া নেয়া হচ্ছে আগের মতোই। ডিজেলে চালিত দূরপাল্লার গণপরিবহনে প্রতি কিলোমিটারে ৩ পয়সা হ্রাসকৃত ভাড়া ১৫ মে থেকে কার্যকর হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

তবে অধিকাংশ গণপরিবহণ হ্রাসকৃত ভাড়া আদায় না করে আগের ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন অনেক যাত্রী। ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর ব্যতীত ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ১ দশমিক ৪৫ টাকা থেকে ৩ পয়সা কমিয়ে সর্বোচ্চ ১ দশমিক ৪২ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। যা বাস্তবে যাত্রী প্রতি প্রতি কিলোমিটারে ৩ পয়সা কম ভাড়া নেয়া হয়নি বলেও অনেক যাত্রী অভিযোগ করেছেন।

এদিকে তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল রোববার (১৫ মে) নরসিংদীতে সড়ক পরিবর্ধনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আজ সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় তিনি গাবতলী টার্মিনাল পরিদর্শনে যাবেন। সেখানে তিনি দূরপাল্লার বাস ভাড়া সম্পর্কে খোঁজ খবর রাখবেন এবং সরকার নির্ধারিত ভাড়া কম না নেয়া হলে ওই পরিবহন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে টেলিফোনে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

রাজধানীর সায়েদাবাদে আব্দুর রহমান নামে চট্টগ্রামের এক যাত্রী জানান, গত শনিবার তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন ৪৮০ টাকা দিয়ে। কাজ শেষে আজ আবার চট্টগ্রামে যাচ্ছেন। কিন্তু ভাড়া ৪৮০ টাকাই নেয়া হচ্ছে বলে জানান তিনি। তবে হ্রাসকৃত মূল্যে ঢাকা-চট্টগ্রামের ভাড়া হওয়ার কথা ছিল ৪৭৩ টাকা।

শুধু সায়েদাবাদই নয় মহাখালী, গাবতলী, কল্যাণপুরেও একই অবস্থা। আন্তঃজেলা বিভিন্ন রুটের বাসের ভাড়াতেও। হ্রাসকৃত ভাড়া এখনও কার্যকর করা হচ্ছে না।

কমলাপুর হানিফ পরিবহনের এক ম্যানেজার মো. রতন মিয়া বলেন, ‘মালিকের পক্ষ থেকে এখনও ভাড়া কমানোর কোনো নির্দেশনা তারা পায়নি। তাই আগের ভাড়াই আদায় করা হচ্ছে।’

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, এমনিতেই অনেক পরিবহনে আগে থেকেই ভাড়া কম নেয়া গতো। তাই হ্রাসকৃত ভাড়া আদায়ের ক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়েনি। কারণে আগে থেকে অনেক পরিবহন প্রতিযোগিতার কারণে ভাড়া কম নিতো।

বিআরটিএ চেয়ারম্যানের মো. নজরুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিআরটিএ ইতোমধ্যে পুনঃনির্ধারিত ভাড়ার হার অনুযায়ী রুটভিত্তিক যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ পূর্বক ভাড়ার তালিকা পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিস্ট সকলকে সরবরাহ করা হয়েছে। এছাড়া বিআরটিএ’র ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

এছাড়া পুনঃনির্ধারিত সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে অফিস চলাকালীন ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯১৪৩২৯০ ও ৯০০৭৫৭৪ টেলিফোন নম্বরে এবং যে কোন সময় বিআরটিএ’র ওয়েবসাইটের ‘Queries & Complains’ পেজ-এ জানানো যাবে বলে বিআরটিএ চেয়ারম্যান জানান।

এদিদেকে যাত্রীদের ভাড়া কমানোর সুফল থেকে দেশের সাধারণ যাত্রীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (১৫ মে) সরকার ঘোষিত আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে যাত্রী প্রতি কিলোমিটারে তিন পয়সা কমানো ভাড়া কার্যকরে প্রথম দিনে সংগঠনে দুটি পর্যবেক্ষক দল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৫৫টি রুট পর্যবেক্ষণ করে দেখেছেন কোন রুটেই ভাড়া কম নেয়া হচ্ছে না। আগের ভাড়া যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে।

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমরা ৫৫টি বিভিন্ন রুটের সড়ক পর্যবেক্ষণ দেখেছি সব রুটে পূর্বের ভাড়া বলবৎ রয়েছে। কমানো ভাড়া কার্যকরে প্রথম দিনে এসব রুটের যাত্রী সাধারণের নিকট থেকে কমানো মূল্যে কোনো টিকিট ইস্যু করা হয়নি।’

এছাড়াও দেশের অভ্যন্তরে আন্তঃজেলার রুট থেকে মফস্বলের উপজেলা সমূহে এবং এক জেলা থেকে অপর জেলায় যাতায়াতকারী যানবাহন সমূহে পূর্বের ন্যায় ভাড়া আদায় করতে দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি।

সারাদেশে ভাড়া কমানো কার্যকরে বিআরটিএ এর কোন অভিযান লক্ষ্য করা যায়নি। এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগে বিআরটিএ কার্যালয় সমূহে যোগাযোগ করে এসব এলাকা আরটিসি অনুমোদিত রুট সমূহে কমানো ভাড়ার তালিকা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। এতে অকটেন ও পেট্রলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম তিন টাকা কমিয়েছে সরকার। জ্বালানি তেলের এই মূল্য কমানোর ফলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুপারিশের ভিত্তিতে গত ৩ মে ডিজেলে চালিত দূরপাল্লার পরিবহনের ভাড়া ৩ পয়সা কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এতে বলা হয়, ঢাকা ও আশপাশের কয়েকটি জেলা এবং চট্টগ্রাম মহানগরী ব্যতীত আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে পরিচালিত ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া ১ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১ টাকা ৪২ পয়সা করা হলো। যা ১৫ মে থেকে কার্যকরের নির্দেশ দেয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা