৪র্থ শ্রেণীর ছাত্রকে ৪জনের বলাৎকার

সোহাগ লুৎফুল কবির, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী পশ্চিমপাড়া গ্রামে ৪র্থ শ্রেণীর ছাত্রকে ৪যুবক মিলে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনায়েতপুর থানায় ছাত্রর বাবা আশাদুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দিয়েছে।
বলৎকারের শিকার ঐ ছাত্র গাবেরপাড়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করে এবং একই গ্রামের তাঁত শ্রমিক আশাদুল ইসলামের ছেলে।
এদিকে বালৎকারকারী চার যুবক একই এলাকার মোতালেব দালালের ছেলে মাসুদ (১৮), হাকিক শেখের ছেলের হাফিজুল (১৯), সন্তেষ আলীর ছেলে ইউসুফ ও হেছাব আলীর ছেলে রাকিব (১৮)। তারা সবাই গত সোমবার উক্ত গ্রামের তাফসির মাহফিলের রাতে চানাচুর খাওয়ানোর প্রলবেন দেখিযে ঐ ছাত্রকে পাশের মাহমুদ আলী মেমোরিয়াল কেজি স্কুলের পাশে নিয়ে জোর পুর্বক বলৎকার করে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার এস,আই আছলাম হোসেন বলেন, এ ঘটনায় ঐ ছাত্রের বাবা আশাদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছে। ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে প্রমান পাওয়া গেলে ব্যাবস্তা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন

পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন