৪০ ওভারে টাইগারদের লক্ষ্য ১৬৯ রান
বৃষ্টির কারণে ১০ ওভার কমিয়ে ৪০ ওভার খেলা নির্ধারণ করা হয়েছে। ৩৮ তম ওভারের খেলা চলছে দক্ষিণ আফ্রিকা রান করেছে ১৫৫। আর উইকেট খুইয়েছেন ৭ টি।
৩০তম ওভারে মিলারের মূল্যবান উইকেটটি তুলে নেন অধিনায়কত মাশরাফি।
দুই ম্যাচ পরে এই ম্যাচে ২টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ১৩.৩ ওভারে ১৫ রান করা আমলাকে কট বিহাইন্ড করেন তার দ্বিতীয় উইকেট তুলে নেন। এর আগে ফাফ ডু প্লেসিকে ফিরিয়ে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
শুরুর দিকে মুস্তাফিজুর রহমানের করা তৃতীয় ওভারে ৭ রান করে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডি কক। সপ্তম ওভারে সাকিবের বল সুইপ করতে গিয়ে মুশফিকুর রহিমকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান ফাফ ডু প্লেসি।
১৫ ওভারে রুশোকে আউট করেন মাহমুদুল্লাহ।
বুধবার দুপুর ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচ শুরু হয়।
এরইমধ্যে সিরিজে ১-১ এ সমতা থাকায় ‘অঘোষিত ফাইনাল’ বলে শেষ ওয়ানডে ম্যাচটিকে ধরে নেওয়া হচ্ছে। এ মাঠে সর্বশেষ ১০ ওয়ানডের আটটিতেই জিতেছে টাইগাররা। এ কারণে ‘লাকি ভেন্যু’তে টাইগাররা খেলতে নামবে ফেভারিট হয়ে।
এবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে টানা ৪ সিরিজ জয়ের রেকর্ড গড়ার হাতছানি মাশরাফি বাহিনীর সামনে।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
দ. আফ্রিকা একাদশ: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু’প্লেসিস, রাইলি রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবট ও মরনে মরকেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন