৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
৪৩তম বিসিএস পরীক্ষায় নির্বাচিতদের মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৯ জানুয়ারি সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), নিয়োগ পদোন্নতি এবং প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।
রবিবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ করা ২,১৬৩ জন প্রার্থীর মধ্যে এক ১,৮৯৬ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ প্রার্থীরা তাদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।
এর আগে, ৪৩তম বিসিএস থেকে ২,১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে
গত ৩০ ডিসেম্বর সর্বশেষ ১,৮৯৬ জন প্রার্থীকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
এরপর “অনুপযুক্ত” বিবেচিত ২২৭ জনের মধ্যে কেউ পুনর্বিবেচনার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে বলে একি বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনের পর বাদ পড়া চাকরি প্রার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। রবিবার তারা সম্মিলিতভাবে জনপ্রশাসন সচিবের বরাবর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
বিসিএস পরীক্ষার আবেদনে চিকিৎসকদের বয়স বৃদ্ধির দাবিতে সরকারকে এক সপ্তাহেরবিস্তারিত পড়ুন
পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়াবিস্তারিত পড়ুন
ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
“জাতীয় রাজনীতির সংস্কার: প্রসঙ্গ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু” শীর্ষক জাতীয়বিস্তারিত পড়ুন