৪৩ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ওয়ার্নার
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হঠাৎ ঝড় তুলে দিলেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সের বোলারদের সামনে তুলে দেয়া এই ঝড়ে উড়ে যাওয়ার জোগাড় হয়েছে গৌতম গম্ভীরদের। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নার একাই ব্যাট করে যাচ্ছেন। দর্শক বানিয়েছেন নন স্ট্রাইকপ্রান্তে থাকা শিখর ধাওয়ান থেকে শুরু করে পুরো স্টেডিয়ামকে।
২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর সেঞ্চুরিও পূরণ করে ফেলেছেন সানরাইজার্সের অধিনায়ক। তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছাতে মাত্র ৪৩ বল খেললেন ওয়ার্নার। ৭টি বাউন্ডারির সঙ্গে মারেন ৮টি ছক্কার মার। তিনি যখন সেঞ্চুরি পূরণ করেন তখন সানরাইজার্সের রান ১২৬। এর মধ্যে ১০০ রানই এলো ওয়ার্নারের ব্যাট থেকে।
টস জিতে ফিল্ডিং নিয়ে ভুলই করলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর? ডেভিড ওয়ার্নারের ব্যাটিং দেখে তো যে কারও চোখ কপালে উঠে যাওয়ার কথা। রীতিমত টর্নেডো বইয়ে দিচ্ছেন তিনি কেকেআরের বোলারদের ওপর।
সেঞ্চুরিরে আগে কাউল্টার নেইল, সুনিল নারিন, উমেষ যাদব কিংবা ইউসুফ পাঠানদের একের পর এক বাউন্ডারির বাইরে আছড়ে ফেলে চলতি আইপিএলের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নিলেন ওয়ার্নার। মাত্র ২০ বলেই এলো ওয়ার্নারের হাফ সেঞ্চুরি। ৪টি বাউন্ডারি এবং ৪টি ছক্কায় হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌছান ওয়ার্নার।
ম্যাচের ৪.১ ওভারেই হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন ওয়ার্নার। সুনিল নারিনকে ছক্কা মেরে এই মাইলফলকে পৌঁছান তিনি। এবারের আইপিএলে এখনও পর্যন্ত এটা ছিল ওয়ার্নারের চতুর্থ হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ ইনিংস ছিল ৭৬ রানের। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন তিনি। হাফ সেঞ্চুরিকে পূরণ করলেন সেঞ্চুরিতে। ১২তম ওভারের প্রথম বলেই নারিনের কাছ থেকে ১ রান নিয়ে পৌঁছে যান সেঞ্চুরির মাইলফলকে।
এ রিপোর্ট লেখার সময় ওয়ার্নারের রান ৪৬ বলে ১০৪। তার সঙ্গী হিসেবে ব্যাট করা শিখর ধাওয়ান আউট হয়ে গেছেন ৩০ বলে ২৯ রানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন