৪৫০০ লিটার ডিজেল চুরির সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
চাঁদপুর-শরীয়তপুর ফেরির সরকারি ডিজেল গোপনে লরি থেকে নামানোর সময় তেল ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহ আলমকে আটক করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে শাহ আলমের তেলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহরিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় চোরাই ডিজেলসহ শাহ আলমকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লা ওলি। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার চাঁদপুর বিআইডব্লিউটিসির চাঁদপুর-শরীয়তপুর ফেরির জন্য নয় হাজার লিটার ডিজেল বরাদ্দ হয়। বরাদ্দকৃত ডিজেল ডিপো থেকে নেওয়ার জন্য চাঁদপুর-শরীয়তপুর ফেরির ম্যানেজার ইমরান বহরিয়ার তেল ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহ আলমের কাছ থেকে একটি তেলের লরি ভাড়া করেন। তেল বোঝাই করে বৃহস্পতিবার চাঁদপুর যমুনা অয়েল কোম্পানির নতুনবাজার ডিপো থেকে বের হয়ে পথে বহরিয়া বাজার এলাকায় শাহ আলমের দোকানে থামে লরিটি। সেখানে প্রায় সাড়ে চার হাজার লিটার ডিজেল নামানো হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নতুনবাজার যমুনা অয়েল কোম্পানির ডিপো সুপারিনটেন্টেন্ট খায়রুল কবির বলেন, ‘বিআইডব্লিউটিসির চাঁদপুর-শরীয়তপুর ফেরির জন্য নয় হাজার লিটার ডিজেল বিক্রি করা হয়েছে। ফেরির ম্যানেজার ইমরান বহরিয়ার তেল নিয়ে যান। গেট থেকে ডিজেল বের হওয়ার পর আমাদের আর কোনো দায়বদ্ধতা থাকে না। পথে সেই তেল বিক্রি করলেও আমাদের কিছুই করার নেই।’
ডিজেল নেওয়ার জন্য শাহ আলমের কাছ থেকে গাড়ি ভাড়া করার কথা স্বীকার করে ইমরান বহরিয়ার অভিযোগ করেন, ‘তিনি (শাহ আলম) আমাদের না জানিয়ে তেল চুরি করেছেন। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
চাঁদপুর মডেল থানার এসআই নিজামউদ্দিন ভুঁইয়া জানান, শাহ আলমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় ড্রাইভার পালিয়ে যান। তেল চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখনো কোনো মামলা হযনি।
মডেল থানার ওসি ওলিউল্লা ওলি জানান, ‘সরকারি তেল পাচারের খবর পেয়ে এসআই নিজামউদ্দিনকে ঘটনাস্থল পাঠাই। সেখান থেকে শাহ আলমকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন