৪৫ নম্বর জার্সির রহস্য খোলাসা করলেন রোহিত শর্মা

জাতীয় দলের জার্সি গায়ে যখনই তিনি মাঠে নামেন, তখনই তার পিঠে ৪৫ নম্বরটা জ্বলজ্বল করতে থাকে। কেন? এর আগে বহুবার তাকে জিজ্ঞাসা করা হলেও কোনো উত্তর মেলেনি।
অবশেষে ভারতীয় রোহিত শর্মা নিজের মুখেই জানালের কেন তিনি বারবার ৪৫ নম্বর জার্সি গায়ে চড়িয়েই মাঠে নামেন।সম্প্রতি খেলাধুলা বিষয়ক ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকিডাকে এক সাক্ষাৎকার দেন রোহিত। সেখানেই এই রহস্যের খোলাসা করেন তিনি।
সাক্ষাৎকারে রোহিত জানান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সময় তার নির্দিষ্ট কোনও জার্সি ছিল না। তার কাছে পছন্দের জার্সির নম্বর জানতে চাওয়া হয়েছিল। তিনি ১৯ নম্বরের কথা বলেছিলেন।
কিন্তু, ওই নম্বরটি অপর এক ক্রিকেটারের জন্য বরাদ্দ হয়ে যাওয়ায় তাঁকে অপর একটি সংখ্যা বলতে বলা হয়। এরপরই তিনি পড়েন মহা বিপদে। কিছু ঠাওর করতে না পেরে অবশেষে নিজের মাকে ফোন করেন। তার মা’ই ৪৫ নম্বর বেছে নেওয়ার পরামর্শ দেন।
তারপর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক আর এই সংখ্যাটি পরিবর্তন করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন