৪৬ বছরে প্রথম ইন্দোনেশিয়া সফরে সৌদি বাদশাহ

ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ৪৬ বছরে এটা কোন সৌদি বাদশাহের প্রথম ইন্দোনেশিয়া সফর। তার এ সফর নিয়ে ব্যাপক আলোচনা চলছে গণমাধ্যমে।
সফরে সৌদি বাদশাহের সফরসঙ্গী ১০৫০ জন। এদের মধ্যে আছেন ১০ জন মন্ত্রী, ২৫ জন যুবরাজ ও কমপক্ষে ১শ’ জন নিরাপত্তাকর্মী।
ইন্দোনেশিয়ার প্রতিবেদনে জানানো হয়, বাদশাহর সফরে মালামাল থাকছে ৪৫৯ মেট্রিক টন। সেখানে থাকবে দু’টি মার্সিডিজ-বেঞ্জ এস-৬০০ লিমোজিন ও দু’টি বৈদ্যুতিক এলিভেটর।
সৌদি বাদশাহের মালামাল সামলানোর কাজে নিয়োগ দেয়া হয়েছে ৫৭২ জন কর্মী। মালামালগুলো এরই মধ্যে পৌঁছে গেছে ইন্দোনেশিয়ায়। এমনটাই জানিয়েছে বিমান কোম্পানি পিটি জাসা আংকাসা সেমেস্তার (জাস) কর্মকর্তা আডজি গুনাওয়ান।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের নয় দিনের এ সফরে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সৌদি আরবের রাজপরিবারের সদস্যদের বিলাসবহুল সফরের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে সৌদি বাদশাহ তার ওয়াশিংটন সফরের সময় জর্জটাউনের ফোর সিজনস হোটেলের ২২২টি কক্ষ ভাড়া নিয়েছিলেন সফরসঙ্গীদের জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন