অভিযোগ পেলে ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ

ফেসবুকে কোনো কনটেন্ট সম্পর্কে বাংলাদেশ সরকারের অভিযোগ পেলে ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ। রবিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর শেষে প্রতিমন্ত্রী দেশে ফিরেছেন। সেখানে ফেসবুক, গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকের অ্যাডমিন স্থাপনের বিষয়ে বাংলাদেশের আগ্রহের পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের অ্যাডমিনগুলো দৈনন্দিন কাজ ও প্রচার ছাড়া আর কিছু করে না। ফলে এ ধরণের অ্যাডমিন স্থাপন ফলপ্রসূ হবে না। অ্যাডমিন স্থাপন ছাড়াই বাংলাদেশ যাতে লাভবান হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ যে উদ্দেশ্যে অ্যাডমিন স্থাপন করতে চেয়েছে, সেসব বিষয় সম্পর্কে অভিযোগ পেলে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাডমিন স্থাপন না করেও তার চাইতে কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন