৪ শতাংশ জমির জন্য যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা
সাভারে আকাশ (২৮) নামের এক যুবকের দুই হাতের কজ্বি কেটে নিয়েছে সন্ত্রসীরা। বৃহস্পতিবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকার ডবুরা বশুধা নামক মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কব্জি হারানো যুবক আমিনবাজার ডুবরী বশুদা মহল্লার আওলাদের ছেলে।
আহত যুবকরে ভাই টিটু বলেন, ডুবরী বশুদা এলাকার ৪ শতাংশ একটি জমি নিয়ে তাদের সাথে একই এলাকার হাফিজুলের সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালের দিকে আকাশ তাদের জমিতে মাটি ভরাটের জন্য যায়। পরে দুপুরের দিকে ওই এলাকার হাফিজুল ও তার ভাই সাকু সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে আকাশকে উঠিয়ে নিয়ে যায়। এসময় তারা ওই যুবককে ধরে বাড়িতে নিয়ে গিয়ে চাপাতি দিয়ে দুই হাতের কব্জি কেটে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পরই অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সন্ত্রাসীরা হাতের কব্জি কেটে নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন
সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন