৫টি ধাপে সুন্দর করে বেঁধে ফেলুন টাই
ফর্মাল পোশাকেরই অংশ ছিল টাই । তবে হাল ফ্যাশনে টাইয়ের ব্যবহার ফর্মাল লুকসে আর আটকে নেই। এখন ফর্মাল থেকে ক্যাজুয়াল, যে কোনও পোশাকে টাই পরতে পারেন। কারণ, ছেলেমেয়ে, নির্বিশেষে পোশাকের সঙ্গে মানানসই টাই পরার এখন বিশাল ধুম। তবে অনেকের কাছেই টাই বাঁধার বিষয়টি বেশ কঠিন। কীভাবে সহজেই টাই বাঁধতে পারবেন-
প্রথমে টাই গলায় ঝুলিয়ে নিন। টাইয়ের চওড়া দিকটা রাখবেন ডানদিকে এবং সরু দিকটা বাঁ-দিকে। ডানদিকে টাই একটু বেশি ঝুলিয়ে রাখতে হবে। তবে হ্যাঁ, সব টাইয়ের আকার সমান হয় না। সুতরাং, পরার পর সব টাই সমান দেখাবে না।
স্টেপ ১ : এবার টাইয়ের চওড়া দিকটা সরু দিকের উপরে ক্রস করে নিন।
স্টেপ ২ : এরপর টাইয়ের চওড়া দিকটা সরু দিকের নীচের দিকে নিয়ে ফের ডানদিকে নিয়ে যান।
স্টেপ ৩ : ডানদিক থেকে টাইয়ের চওড়া দিকটা আরও একবার সরু দিকের উপরে নিয়ে যেতে হবে।
স্টেপ ৪ : টাইয়ের চওড়া দিকটা আবার সরু দিকের উপর দিয়ে নিয়ে যান এবং ফাঁশের ভিতর দিকে করে নিন।
স্টেপ ৫ : চওড়া দিকটা পুরোটাই উপর দিকে তুলে নিন। এবার টাইয়ের চওড়া দিকটা ফাঁশের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে টেনে বের করে নিন। ব্যাস, তা হলেই রেডি, পারফেক্ট টাই!
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন