৫টি বিষয়ে এগিয়ে ছেলেরা, মেয়েদের শেখাতে পারে
নারী পুরুষ সমান সমান। কিন্তু সব সময় নয়। এমন কিছু সময় আছে যখন ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে।
না, এটা পুরুষদের মনগড়া কথা নয়। বিশেষজ্ঞরাই বলছেন, এমন ৫টি বিষয় আছে যেখানে পুরুষদের থেকে নারীরা শিক্ষা পেতে পারেন।
১। জীবনের সবকিছুর পিছনেই যুক্তি রয়েছে। এটি বেশি অনুধাবন করে পুরুষরা। যুক্তি নিয়ে পুরুষেরা চর্চা করে এবং তা নারীকে শেখায়। পিতা, বন্ধু কিংবা স্বামী হিসেবে।
২। কখনও কখনও আবেগ একেবেরেই মূল্যহীন। কিন্তু মেয়েদের আবেগ বেশি হয়। সব পরিস্থিতিতে যে আবেগাপ্লুত হতে নেই। আবেগের লাগাম টানতে হয়। এটা পুরুষের আয়ত্বে।
৩। যে কোনও কিছু সরাসরি তীব্রভাবে প্রকাশ করতে নেই। মেয়েরা প্রেম, কষ্ট, আনন্দ, উদ্বেগ তীব্রভাবে প্রয়োগ করে। পুরুষের সংযম থাকে।
৪। পুরুষেরা সাধারণত প্রয়োজনীয় গসিপ পছন্দ করে। কিন্তু মেয়েরা গসিপ পেলেই সেটাকে সত্য ধরে নিয়ে আলোচনায় মাতে। ছেলেরা বোঝে বিষয়টি ক্ষতিকর।
৫। মেয়েদের তুলনায় ছেলেদের সেন্স অব হিউমার সাধারণত বেশি হয়। এটি খুব ভাল গুন। মেয়েরাও সেন্স অব হিউমারের শিক্ষাটা ছেলেদের কাছ থেকে নিতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন