৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত, দেশের উন্নতি করতে গিয়ে মোদী কী হারালেন জানেন?

দেশের উন্নতি করার জন্যই ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা করতে গিয়ে যে ক্ষতি হল তাঁর, তা জানলে অবাক হতে হবে।
একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদীকে ভারতের ইতিহাসে অমর করে রাখবে। এই ব্যাপারে কোনও সন্দেহই থাকতে পারে না। দেশের নিরাপত্তার জন্যই মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই মোদীকে এমন সিদ্ধান্ত নিতে নিষেধ করেছিলেন। কিন্তু মোদী পিছিয়ে যাওয়ার বান্দা নন। নিজের মতামত পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। দেশকে সুরক্ষিত রাখাই তাঁর প্রধান কাজ।
দেশকে সুরক্ষিত রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী কিন্তু অনেকেরই বিরাগভাজন হয়েছেন। বিরোধীরা মোদীর বিরুদ্ধে মন্তব্য করেই চলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথমদিন থেকেই দেশের প্রধানমন্ত্রীকে দুষে চলেছেন। অনেকে মোদীকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেছেন। মোদীর অবশ্য এতে কিছু এসে যায় না। তিনি নিজের সিদ্ধান্তে অনড়।
যদিও এই কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে মোদীকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তাঁর জনপ্রিয়তা মুহূর্তের মধ্যে কমে গিয়েছে। যেদিন তিনি পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন তার পরেরদিনই দেশের প্রধানমন্ত্রীর টুইটার অনুগামীর সংখ্যা কমে গিয়েছে প্রায় তিন লাখ। টুইটার অ্যানালিটিক্স ওয়েবসাইট অনুযায়ী ৩,১৩,৩১২ সংখ্যক টুইটার অনুগামী সরে গিয়েছেন মোদীর পাশ থেকে। ফলে বোঝাই যাচ্ছে, দেশের ভালোর জন্য সিদ্ধান্ত নিলেও এই তিন লক্ষ মানুষ কিন্তু মোদীর সিদ্ধান্তকে মোটেও সমর্থন করেননি। এই সংখ্যক অনুগামী মোদীকে ডিসলাইক করে দিয়েছেন টুইটারে। বর্তমানে মোদীর টুইটার অনুগামীর সংখ্যা ২৪.৩ মিলিয়ন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন