৫০০ পিস ইয়াবাসহ র্যাব সদস্য গ্রেফতার
বাগেরহাটের চিতলমারীতে ৫০০ পিস ইয়াবাসহ আজমীর মোল্লা নামে (৩০) এক র্যাব সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় চিতলমারী উপজেলার কালশিরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। র্যাব সদস্য আজমীর মোল্লা বর্তমানে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নে (র্যাব-৮) কর্মরত রয়েছেন।
তিনি চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের কলিগাঁতি গ্রামের মোল্লা নুরুল ইসলামের ছেলে।
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আহাদ বাদি হয়ে র্যাব সদস্য আজমীর মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানিয়েছেন, সোমবার র্যাব-৮ এ কর্মরত পুলিশ সদস্য আজমীর মোল্লা দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে আসছিলেন। তিনি ইয়াবার একটি চালান নিয়ে মোটরসাইকেলে চিতলমারীতে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চিতলমারী-ডুমুরিয়া সড়কের কালশিরা এলাকায় অবস্থান নেয়। আজমীর মোল্লা কালশিরা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল গতিরোধ করে তার ব্যাগে তল্লাসি চালিয়ে তিনটি পলিথিনের ব্যাগে রাখা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরো জানিয়েছেন, পুলিশ সদস্য আজমীর র্যাবে যোগদানের পর থেকে নিজ এলাকা চিতলমারীতে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা শুরু করেন। এই তথ্যের ভিত্তিতে আজমীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন