৫০ বছরে শক্তিশালী ঝড় হার্ভে : বন্যার আশঙ্কা, মৃত ১
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় হার্ভের আঘাতে প্রবল বন্যার আশঙ্কা করা হচ্ছে। শক্তির দিক থেকে অর্ধশতাব্দীর সবচেয়ে মারাত্মক হলেও সবশেষ তথ্যানুযায়ী, এ ঝড়ে মারা গেছে এক জন। সচেতনতা ও কর্তৃপক্ষের তৎপরতায় ব্যাপকভাবে প্রাণহানি কমানো সম্ভব হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে টেক্সাসে আঘাত হানা ৪ ক্যাটাগরির হারিকেন হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে। প্রশাসন আশঙ্কা করছে, ভয়াবহ বন্যা হতে পারে।
যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস শিল্পের প্রাণকেন্দ্র টেক্সাসে ঘণ্টায় ২০৯ কিলোমিটার বেগে হারিকেন হার্ভে বয়ে গেছে। যা ১৯৬১ সালের পর এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী ঝড়।
প্রলয়ংকারী এই ঝড়ে ঘরের ছাদ উড়ে গেছে, গাছপালা উপড়ে গেছে, প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ভেঙে গেছে, গ্যাস ও তেল উত্তোলনে চরম ব্যাঘাত হয়েছে, পাম্প স্টেশনগুলোতে তেলের মূল্য বেড়েছে, কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার টেক্সাসে এরই মধ্যে ২০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের তীব্রতা কমে গেলেও এখন টানা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, সামনের কয়েক দিনে আরো ৪০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এ পরিমাণ বৃষ্টিপাত হলে টেক্সাসের বিশাল অঞ্চল প্লাবিত হবে।
এদিকে, ইতিমধ্যে বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী বাহিনী। কিছু এলাকায় হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন