৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন নিয়ে নোকিয়া ফিরছে!
একটা সময় ছিল যখন মোবাইল ফোন বলতে প্রথমেই মাথায় আসতো নোকিয়ার নাম। তারপর স্মার্টফোনের বিপ্লবে প্রতিযোগিতার বাজারে ক্রমেই পিছিয়ে পড়া। এরকম পরিস্থিতে নোকিয়া ঘুরে দাঁড়াতে সব নানাভাবে প্রস্তুত হচ্ছে, তা সবারই কম-বেশি জানা। কিন্তু এই তীব্র প্রতিযোগিতার বাজারে নোকিয়া আলাদা কী দেবে? নোকিয়া ফিরছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে। হ্যাঁ, নোকিয়ার নয়া স্মার্টফোনের বিশেষত্ব হতে চলেছে ওই ক্যামেরা।
খুব শিগগিরই মাইক্রোসফট-এর সঙ্গে নোকিয়ার ফোন বিভাগের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তারপর আগের মতোই স্বাধীনভাবে স্মার্টফোন বাজারে আনবে নোকিয়া। ২০১৬ সালে সেই নয়া ফোনে ছেয়ে যাবে বাজারে। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হবে বলেই জানা গিয়েছে।
নয়া ফোন সম্পর্কে সংস্থা সূত্রের খবর, নতুন স্মার্টফোনটি দেখতে অনেকটা লুমিয়া ১০২০ মডেলের মতো। স্মার্টফোনের যাবতীয় ফিচারের সঙ্গেই থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। অর্থাত্, নোকিয়ার ওই ফোনের ক্যামেরা ডিএসএলআর ক্যামেরাকেও ছাড়িয়ে যাবে বলে দাবি। ৫ ইঞ্চির ডিসপ্লের মোবাইলটিতে থাকছে ৬ জিবি র্যাম। বাকি ফিচারগুলি ফোন লঞ্চ করার দিন জানাবে নোকিয়া। ফোনটির দাম সম্পর্কে এখনই জানাতেও নারাজ সংস্থাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন