৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাহেরা খাতুন সুমি (৩২) নামে এক গৃহবধূকে নির্যাতন ও মারধরের অভিযোগ পাওয়া গেছে তারই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গরম খুন্তির ছ্যাঁকা আর রড দিয়ে পিটিয়ে ওই গৃহবধূকে মারাত্মক আহত করা হয়। রডের শক্ত আঘাতে মুখের বিভিন্ন স্থানও মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছে।
রবিবার ওই মামলার শুনানী শেষে আদালতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
বাদি পক্ষের আইনজীবী আবুল হাসনাত আবদুল্লাহ রাসেল জানান, ২০০৮ সালের ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর পূর্ব মসিনাবন্দ এলাকার মৃত মো. বিল্লাল হোসেনের মেয়ে তাহেরা খাতুন সুমি ও সিদ্ধিরগঞ্জ আদমজীনগর সুমিলপাড়া এলাকার আব্দুল হাকিম মেম্বারের ছেলে মো. শহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়।
বিয়ের সময়ে ২ লাখ টাকার আসবাবপত্র কিনে দেওয়া হয় শহিদুল ইসলামকে। কিছুদিন পর শহিদুল ইসলাম ফ্ল্যাট কিনার কথা বলে আরো ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে, যা না দিলে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। তাহেরা খাতুন সুমি টাকা দিতে অস্বীকার করলে স্বামী শহিদুল ইসলামসহ তার বোন সমলা বেগম, শিউলী আক্তার, হোসনে আরা আক্তার ও শিমু আক্তার ক্ষিপ্ত হয়ে তাহেরা খাতুন সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এমনকি মারধর করে রক্তাক্ত জখম করে। দেওয়া হয় গরম খুন্তির ছ্যাঁকা। রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। সর্বশেষ গত ১ নভেম্বর তাহেরা খাতুন সুমিকে পুনরায় মারধর করে ঘর থেকে বের করে দেয়। ওই ঘটনায় তিনি সদর মডেল থানায় মামলা করেন।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে মামলা ধার্য তারিখ থাকায় নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানী শেষে অভিযুক্ত স্বামী মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করার জন্য সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ জানুয়ারী ২০১৭ তারিখ পরবর্তী তারিখ ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, ‘এ রকম ঘটনার খবর পেয়েছি। অনেক ওয়ারেন্ট আছে তা দেখে আমরা আইনগত ব্যবস্থা নিবো।’
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন