৫০ লাখ রুপি পাল্টাতে ব্যাংকে ভিক্ষুক!
ব্যাপারটা অনেকটাই অবিশ্বাস্য! অনেকেরই বিশ্বাস হবে না। কিন্তু বাস্তবেই এমনটা ঘটেছে হায়দরাবাদ প্রদেশের ভিখারাবাদ এলাকায়। বর্তমানে ভারত উওাল ৫০০ ও ১০০০ রুপি নিষিদ্ধ করা নিয়ে। এ নিয়ে নানা ঘটনাই ঘটে গেছে দেশটিতে। তবে এই ঘটনাটি ছিলো একেবারেই অপ্রত্যাশিত।
ভারতে ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের পর তা পাল্টানোর জন্য দেশটির ব্যাংকগুলোতে দীর্ঘসারি দেখা যাচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়েও অনেকে নোট পাল্টাতে না পেরে ফিরে যাচ্ছেন বাসায়।
নোট পাল্টাতে গিয়ে ঝামেলা সহ্য করতে না পেরে অনেকে নগ্ন হয়ে আবার অনেকে নোট পুড়িয়ে কিংবা নদীতে ভাসিয়ে দিয়ে প্রতিবাদ করেছেন। গত কয়েক দিন ধরেই এ চিত্র দেখা যাচ্ছে।
হায়দরাবাদ প্রদেশের ভিখারাবাদ এলাকার একটি ব্যাংকে ৫০ লাখ রুপি পাল্টানোর জন্য ব্যাংকে গিয়েছিলেন এক ব্যক্তি।
সবকিছুই স্বাভাবিক ছিল; ওই টাকা পাল্টানোর জন্য ব্যাংকের কর্মকর্তার দ্বারস্থ হন তিনি। এক কর্মকর্তা অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করেন তাকে। তার জবাবে হতভম্ব হয়ে যান ব্যাংকের ওই কর্মকর্তা।
ওই ব্যক্তি জানান, তিনিসহ পরিবারের সবাই ভিক্ষাবৃত্তিতে জড়িত এবং ভিক্ষা করে তারা এ অর্থ সঞ্চয় করেছেন।
শুধু তাই নয়, ওই ভিক্ষুক আরও জানান, সম্প্রতি তিনি দুই একর জমি বিক্রি করেছেন। পরে জমির কাগজপত্র দেখাতে না পারায় ব্যাংকের কর্মকর্তারা তাকে ফিরিয়ে দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন