৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ!
ভারতীয় জওয়ানের উপর হামলার প্রতিবাদে অভিনব কাজ করলেন এক প্রাক্তন জওয়ানের স্ত্রী৷ প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়েই প্রতিবাদ জানালেন তিনি৷ সম্প্রতি সে ঘটনার সে ভিডিও ছড়িয়েছে নেটদুনিয়ায়৷ ঘটনা হরিয়ানার ফতেবাদের৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রাক্তন সেনা ধরমবীর সিংয়ের স্ত্রী সুমন সিং এই কাজ করেছেন৷ প্রধানমন্ত্রীকে তিনি ক্ষোভ জানিয়ে একটি চিঠিও লিখেছেন৷ সেইসঙ্গে একটি অন্তর্বাসও জমা দিয়েছেন জেলা সৈনিক বোর্ডে৷ সাধারণত ৫৬ ইঞ্চি বুকের ছাতিকে সাহসিকতার পরিচয় হিসেবেই দেখা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে সে উপমা বারবারই ফিরে এসেছে বিভিন্ন সময়ে৷ কিন্তু এরকম একটা কাজে ভারতের প্রধানমন্ত্রীকে কি অপমান করা হল না? উত্তরে ধরমবীরের পাল্টা প্রশ্ন, সেনারা কি প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন না?
তাঁর দাবি, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, সেনাদের সঙ্গে আগে যে ব্যবহার হয়েছে তা যাতে দ্বিতীয়বার না হয়, তা নিশ্চিত করবেন তিনি৷ কিন্তু বর্তমানে যা হচ্ছে তা আগের থেকেও খারাপ৷ চিঠিতে তাঁর স্ত্রী সুমনও ঠিক একই কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, ক্ষমতায় আসার আগে ভারতীয় জনতা পার্টির দাবি ছিল যে, এরপর কোনও পাক সেনা ভারতকে আক্রমণ করার হিম্মত দেখাবে না৷ কিন্তু এখন কী ঘটছে? আক্রমণ তো হচ্ছেই৷ উল্টে জওয়ানদের মাথা কেটে নিয়ে যাচ্ছে পাক সেনা৷ সুমনের চিঠির যে ভিডিও ছড়িয়েছে, তাতে তিনি কাশ্মীরের ঘটনার কথাও উল্লেখ করেছেন৷ যেখানে হাতে অস্ত্র থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের ইট খেয়ে মুখ বুজে ফিরতে হচ্ছে জওয়ানকে৷ চিঠিতে তিনি জানিয়েছেন, হেমরাজের শিরশ্ছেদের ঘটনার পর যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাতে মনে হয়েছিল আর কাউকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে না৷
প্রাক্তন জওয়ান জানাচ্ছেন সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় ক্ষুব্ধ সুমন৷ স্বামীকে তিনি জানিয়েছেন, মহিলারা তাঁদের সন্তান, ভাই বা স্বামীকে সীমান্তে পাঠাচ্ছেন মাতৃভূমি রক্ষার জন্য৷ তাঁদের মাথা কেটে নিয়ে যাওয়ার জন্য নয়৷ যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেওয়া ছিল, তা এখন কোথায়? কোথায় ৫৬ ইঞ্চি ছাতির সাহসিকতা? জওয়ান নিগ্রহের প্রতিবাদেই তাই অন্তর্বাস পাঠিয়েছেন সুমন৷ তাঁর দাবি, এই পরিস্থিতি মোকাবিলা করতে সেনাকে নিয়মের বাধ্যবাধকতা থেকে মুক্ত করুন প্রধানমন্ত্রী৷ মুক্তহস্ত হলেই সেনা এর সমুচিত জবাব দেবে বলেও দাবি তাঁর৷
১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত ভারতীয় সেনায় কাজ করেছেন সুমনের স্বামী ধরমবীর৷ অংশ নিয়েছেন একাধিক অপারেশনে৷ রাষ্ট্রপতি মেডেলও পেয়েছেন৷ অবসর গ্রহণের পর বেশ কিছুদিন আপের পর্যবেক্ষক হিসেবেও কাজ করেন তিনি৷ যদিও এখন সে পদেও আর তিনি নেই৷ প্রশাসনের উপর ক্ষোভ থাকলেও সন্তানকে সেনায় নিয়োগের কথাই ভাবছে এই দম্পতি৷
https://youtu.be/g2PSc3Agp88
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন