৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত মামলা হবে: আইনমন্ত্রী
৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত এই ধারায় মামলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তবে ৫৭ ধারার মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তদন্তকারী সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হবে বলে জানান মন্ত্রী।
রোববার আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত এই ধারায় মামলা হবে। তবে এ ধারায় এখনো যে মামলা হচ্ছে, সেগুলোতে যেন কেউ হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা হবে। সে জন্য তদন্তকারী সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হবে।
তিনি আরও বলেন, এই ধারার কারণে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হন, তাও নিশ্চিত করা হবে।
আইনমন্ত্রী বলেন, আমরা আইসিটি অ্যাক্ট-২০১৭ নিয়ে বৈঠকে বসেছিলাম। আগামী আগস্টে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চূড়ান্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন