৫ কোটি স্মার্টকার্ড হাতে পেয়েছে ইসি
রাজধানীর ইসলামী ফাউন্ডেশন ভবনে স্থাপিত ইসির এনআইডি শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজি সময়মতো স্মার্ট কার্ড না দিলে ইসি পদক্ষেপ নিবে।
ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম ও রাজশাহী সিটি করপোরেশনে স্মার্টকার্ড বিরতণ শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় ৫৯ দশমিক ৫৪ শতাংশ কার্ড বিতরণ হয়েছে। অবশিষ্টগুলো বিতরণের কাজ চলছে। যে এলাকায় স্মার্টকার্ড বিতরণ হয়েছে, কিন্তু অনেকে পাননি, তাদের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকায় দ্বিতীয়বার আবারও ঘোষণা দিয়ে বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হবে।
তিনি বলেন, ৯ কোটি ভোটারের স্মার্টকার্ড বিতরণের লক্ষ্যে ইতিমধ্যে ৫ কোটি ২০ লাখ ব্লাক কার্ড ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজিজ হস্তান্তর করেছে। অবশিষ্ট ৩ কোটি ৮০ লাখ কার্ড আগামী ৩০ জুনের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
২০১৫ সালের জানুয়ারিতে ফ্রান্সের অবার্থুর টেকনলজিজের সঙ্গে ১৮ মাসের মধ্যে ৯ কোটি ভোটারের স্মার্টকার্ড প্রস্তুত করে দেয়ার চুক্তি করে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের জুনে। কিন্তু এরপর আরও দশমাস পেরিয়ে যাওয়ার উপক্রম হলেও প্রতিষ্ঠানটি কার্ড প্রস্তুত করে দিতে পারেনি প্রতিষ্ঠানটি।
সবকিছু ঠিক থাকলে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে সবার হাতে স্মার্টকার্ড পৌঁছে দেব-যোগ করেন এনআইডি মহাপরিচালক। এজন্য প্রয়োজন হবে ১৮ টি কাস্টমাইজেশন মেশিনের। বর্তমানে ১০টি মেশিনে দুই শিফটে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণ সম্পন্ন করতে তিন শিফটে কাজ করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন