৫ জনের যাবজ্জীবন এসিড সন্ত্রাস মামলায় : নেত্রকোনায়
নেত্রকোনায় এসিড সন্ত্রাস মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে রায় দিয়েছে আদালত। দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তার এবং তার দুই কন্যা ইতি ও সাথীকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগে এই রায় দেয়া হয়েছে। সোমবার এসিড অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হামিদ (অতিরিক্ত জেলাও দায়রা জজ) এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাচ্চু মিয়া, মানিক মিয়া, রুক্কু মিয়া, জামাল হোসেন এবং বুরুজ আলী।
মামলা সূত্রে জানা গেছে, এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তারের সাথে আসামি বাচ্চু মিয়ার পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে ২০০৭ সালের ১৫ মে গভীর রাতে রুক্কু মিয়ার নেতৃত্বে আসামিরা শিউলীর বসত ঘরের বেড়া কেটে প্রবেশ করে। পরে শিউলীসহ তার দুই মেয়ের ওপর এসিড নিক্ষেপ করে। এতে তাদের শরীর ও মুখের অনেক অংশ ঝলসে যায়। পরে ২৬ মে শিউলী আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় রুক্কু মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে এসিড সন্ত্রাসের মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন