৫ জানুয়ারির প্রস্তুতি নিচ্ছে বিএনপি
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেছেন, ‘দেশ দৃশ্যমান পুলিশি রাষ্ট্র। পুলিশি রাষ্ট্র না হলে সরকার পুলিশকে সমাবেশের অনুমতি দিতে বলবে।’
বুধবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, ৫ জানুয়ারি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হবে। যৌথসভায় ঢাকা মহানগর ও ঢাকার আশপাশের জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি বলেন, ‘বর্তমানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। আওয়ামী লীগের অন্তর্কোন্দলে দেশব্যাপী খুনোখুনির ঘটনা ঘটছে। কিন্তু আওয়ামী লীগ নিজেদের অপরাধকে ঢেকে রাখার জন্য বেসামাল হয়ে বিএনপির নেতৃবৃন্দের নামে মিথ্যাচার ও দোষারোপের রাজনীতি শুরু করেছে। যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’
নির্বাচন ব্যবস্থাকে রক্তাক্ত পন্থায় ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশনের যে উদ্যোগ নিয়েছেন, সেটি আন্তরিকতার সঙ্গে করতে পারলে বিএনপিসহ জনগণ তাকে স্বাগত জানাবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন