৫ জানুয়ারি বাধা এলে বিচার করবে জনগণ: মোশাররফ

দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে বিএনপির ঘোষিত কর্মসূচিতে সরকার বাধা দিলে জনগণ এর বিচার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটর সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সকালে কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোশাররফ।
বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটে জিতে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সরকারের দাবি, সেদিন ভোট করা গেছে বলেই দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে।
অন্যদিকে বিএনপি এই দিনটিকে পালন করে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে। তাদের দাবি, জনগণ ওই নির্বাচনে ভোট দিতে যায়নি। এই অবস্থায় সরকারের কোনো নৈতিক বৈধতা নেই।
ওই নির্বাচনের পর দুটি বছরেই ৫ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরবিরোধী নানা কর্মসূচি পালন করেছে। তৃতীয় বর্ষপূর্তির দিনটিতেও একইভাবে কর্মসূচি আছে দুই দলের।
আগামী ৫ জানুয়ারি রাজধানীতে আওয়ামী লীগ দুটি স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে। আর বিএনপির রাজধানীতে কোনো কর্মসূচি না দিলেও জেলায় জেলায় কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে।
শুক্রবার রাজধানীতে এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ৫ জানুয়ারি জনগণ বিএনপিকে মাঠে নামতে দেবে না। এর প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ জানুয়ারি তাদের কর্মসূচি হবেই।
আওয়ামী লীগ নেতা হানিফ হুমকি দিলেও সরকার ৫ জানুয়ারি বিএনপিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে বাধা দেবে না বলে আশা করছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘সরকার আমাদের কর্মসূচি পালন করতে বাধা দিলে তাদের মুখোশ আবারো উম্মোচিত হবে। এবং জনগণ তাদের বিচার করবে।’
মোশাররফ বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছে। ১৫৪ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি ভোটকেন্দ্রেও ভোটারদের উপস্থিতি ছিলো না। সেদিনটিকে তারা গণতন্ত্র রক্ষা দিবস বলছে এটা হাস্যকর।’
খন্দকার মোশাররফ বলেন, ‘গত বছর ছিল গুম, খুন ও বিরোধীদলের ওপর নির্যাতনের বছর। নতুন বছরে বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় দলকে সুসংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নেয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন