৫ বলিউড অভিনেত্রীর আত্মহত্যার বিবরণ
একসময় অভিনয় দিয়ে মাতিয়েছেন বলিউডের রূপালী পর্দা। দর্শকরা তাদের অভিনয় দেখে হয়েছেন মুগ্ধ। অভিনয়ে তাক লাগালেও আপন জীবনে হয়ত ছিলেন মানসিক চাপে। তাই আত্মহুতির মাধ্যমে জীবনের অবসান ঘটিয়েছেন তারা। এমনই ৫ বলিউড অভিনেত্রী যারা আত্মহত্যা করেছেন তাদের আত্মহত্যার ঘটনাগুলো দেখে নিন।
সিল্ক স্মিতা
বলিউড ছবিতে অভিনয় করলেও মূলত তিনি বিখ্যাত ছিলেন দক্ষিণ ভারতীয় ছবির জন্যই। সামান্য অবস্থান থেকে কাজ শুরু করে তিনি একপর্যায়ে পুরো ভারতের সবচেয়ে আলোচিত অভিনেত্রী হয়ে উঠেছিলেন। ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপার্টমেন্টে বিতর্কিত এই অভিনেত্রীর মৃতদেহ পাওয়া যায় সিলিং ফ্যানে ঝোলানো অবস্থায়। পানাসক্তি, ব্যর্থ প্রেম, অর্থনৈতিক দুরবস্থাই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।
পারভিন ববি
বলিউডের একসময়কার সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রীদের একজন ছিলেন পারভিন ববি। কিন্তু অনস্ক্রিনের ববি যতটাই ঝলমলে ছিলেন, ব্যক্তিজীবনে হয়ে পড়েছিলেন তেমনই ম্রিয়মাণ। অতিরিক্ত ডিপ্রেশনে একসময় লোকচক্ষুর আড়ালে চলে যান। ২০০৫ সালের জানুয়ারি মাসের একদিন নিজের অ্যাপার্টমেন্টে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
জিয়া খান
সেলিব্রেটি নায়িকাদের আত্মহত্যার তালিকায় সাম্প্রতিক নাম জিয়া খান। সামান্য সময়ের ক্যারিয়ারে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও আমির খানের মতো তারকার বিপরীতে অভিনয় করেছিলেন জিয়া। ‘নিঃশব্দ’, ‘গজিনী’র মতো দুর্দান্ত ছবি ছিল তার ক্যারিয়ারে। জুহুর আবাসস্থলে সিলিং ফ্যানে ঝোলানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায় ২০১৩ সালের ৩ জুন। আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির সঙ্গে সম্পর্কের বিষয়টি উল্লেখ করে গেছেন তাঁর সুইসাইড নোটে। সে সম্পর্কের অবস্থাটি যে মোটেও ভালো ছিল না, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।
নাফিসা জোসেফ
বলিউড নায়িকা সে রকম পরিচিত না হলেও এমটিভির নিয়মিত মুখ ছিলেন নাফিসা। মিস ইন্ডিয়া ইউনিভার্সে ১৯৯৭ সালের বিজয়ী ছিলেন তিনি, ওই বছর মিয়ামিতে মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও সেমিফাইনালিস্ট হয়েছিলেন। ২০০৪ সালের ২৯ জুলাই মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
দিব্যা ভারতী
ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে আত্মহত্যা করেছিলেন এই টিনএজ অভিনেত্রী। মাত্র ১৬ বছরে শুরু করেন অভিনয়, মারা যান ১৯ বছর বয়সে। এর মধ্যে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন ‘দিওয়ানা’ ছবির জন্য। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছিলেন ২১টি ছবিতে। তার মৃত্যু আত্মহত্যা, নাকি হত্যা, নাকি নেহাতই দুর্ঘটনা—এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি আজো। ১৯৯৩ সালের ৫ এপ্রিল নিজের অ্যাপার্টমেন্টের জানালা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন