৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মৃত্যুর ৫ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে শান্ত হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গোরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়। এ সময় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. সিহাব রায়হান, পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) ও পুলিশের কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতবছরের ৮ আগষ্ট ভেড়ামারা উপজেলার বিলশুখা গ্রামের শান্ত হোসেন তার পার্শবর্তী চুমকি খাতুন বুড়ির বাড়িতে দাওয়াত খাওয়ার পরে নিজ বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে ভেড়ামারা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে তিনটায় মারা যান শান্ত। স্থানীয় প্রভাবশালীদের চাপের মুখে ময়নাতদন্ত ছাড়ায় তার দাফন সম্পন্ন করেন পরিবারের লোকজন। এরপর থেকে এলাকায় নানা রকম উত্তেজনা বিরাজ করতে থাকে। শান্ত মারা যাওয়ার ১৫দিন পরে তার বাবা আশাদুল ইসলাম বাদী হয়ে চুমকি খাতুন বুড়িসহ তার পরিবারের কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করার নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন