শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫ লাখ টাকা মুক্তিপণ দেয়া হলেও জীবিত ফেরত আসতে পারেনি মুজিবুল!

নারায়ণগঞ্জের ফতুল্লার মুজিবুল হককে মালয়েশিয়ায় অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের সাড়ে ৫ লাখ টাকা দেয়া হলেও জীবিত ফেরত আসতে পারেনি মুজিবুল। তাকে দেশে ফিরতে হয়েছে লাশ হয়ে। ওই ঘটনায় মালয়েশিয়া পুলিশ ৬ জনকে গ্রেফতার করলে তাদের জবানবন্দির পর মজিবুল হকের লাশ শনাক্ত করা হয়। আর যারা মুক্তিপণ দাবি করেছিল তারাও নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকারই বাসিন্দা।

শুক্রবার বিকালে মালয়েশিয়া থেকে অপহৃত ছাত্র মুজিবুল হকের লাশ তার নিজ বাড়ি ফতুল্লার কুতুবপুর সেহাচর এলাকায় নিয়ে আসা হয়। লাশ আনার পর মুজিবুলের পরিবারে চলছে শোকের মাতম। সন্ধ্যার পর জানাজা শেষে সেহাচর তক্কারমাঠ কবরস্থানে মুজিবুল হকের লাশ দাফন করা হয়। নিহত মুজিবুল হক সেহাচর এলাকার আমিনুল হকের ছেলে। অপহরণের পর ফেসবুকে মজিবুলের হাত ও মুখ বাঁধা ছবি ছেড়ে পরিবারের লোকজনদের দেখানো হয়।

জানা গেছে, ২১ জুন ঢাকার এলিফেন্ট রোডের ওয়াকিয়া এডুকেশন নামের একটি এজেন্সির মাধ্যমে স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া যান মুজিবুল হক। পরে মালয়েশিয়ায় তার বন্ধুদের বাসায় গিয়ে ওঠেন। সেখান থেকে ৩০ জুন পর্যন্ত বাংলাদেশে যোগাযোগ রাখে মুজিবুল। পরবর্তীতে ৩ জুলাই শুক্রবার রাতে মুজিবুলের মায়ের মোবাইলে একজন ফোন করে জানায়, মুজিবুল তাদের জিম্মায় আছে। মুজিবুলকে জীবিত পেতে চাইলে ৪ জুলাই ১০ লাখ টাকা দিতে হবে।

নতুবা তাকে মেরে ফেলা হবে। পরে শনিবার মুজিবুল হকের ফেসবুকে তার হাত-পা বাঁধা ছবি পোস্ট করে পরিবারের সবাইকে দেখতে বলা হয়। ৬ জুলাই জিম্মিকারীরা ফোন করে মুজিবুলের সঙ্গে তার ভাই জাহিদুল হকের কথা বলায়। তখন মুজিবুল জানায়, টাকা না দিলে অপহরণকারীরা তাকে মেরে ফেলবে। ৭ জুলাই অপহরণকারীদের দেয়া বাংলাদেশ এজেন্ট ঢাকা শ্যামপুর আয়রন ট্রেডিংয়ের মাধ্যমে ৫ লাখ টাকা দেয়া হয়। কিন্তু টাকা দেয়ার পর ছেড়ে দেয়ার কথা থাকলেও পরে আর কোনো যোগাযোগ করেনি অপহরণকারীরা।

নিহত মজিবুল হকের ভাই জাহিদুল হক জানান, যখন যোগাযোগ পাওয়া যাচ্ছিল না। তখন বাংলাদেশের মন্ত্রণালয়ে যোগাযোগ করি। এর মধ্যে অপহরণকারীরা ফেসবুকে মজিবুলের হাত ও মুখ বাঁধা ছবি ছেড়ে আমাদের দেখায়। অনেকদিন যোগাযোগের পর আমরা জানতে পারি, ১৬ জুলাই একটি লাশ উদ্ধার করে মালয়েশিয়া পুুলিশ।

পরের দিন ১৭ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর শুনতে পাই ফতুল্লার রেলস্টেশন এলাকার মোস্তাকের ছেলে জুয়েল, তক্কারমাঠ এলাকার চয়ন ও মুরাদসহ ৬ জনকে মালয়েশিয়া পুলিশ গ্রেফতার করেছে। তাদের স্বীকারোক্তিতে মুজিবুলের লাশ শনাক্ত করা হয়। ওই লাশ এতদিন মালয়েশিয়া হাসপাতালের হিমাগারে ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • খামারবাড়িতে শেষ হলো জাতীয় ফলমেলা ২০২৪
  • ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
  • ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
  • নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
  • ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা