৫% সুদে ঋণ পাচ্ছেন দুগ্ধ খামারিরা
যেসব প্রান্তিক কৃষক দুগ্ধ উৎপাদন করেন তাদেরকে অল্প সুদে ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক।
রোববার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের প্রান্তিক কৃষক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ব্র্যাক ব্যাংক থেকে শতকরা ৫% সুদে ঋণ নিতে পারবেন।
এতে জানানো হয়, গত ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্র্যাক ব্যাংকের এক প্রকল্পের আওতায় ঋণ গ্রহণকারী আলতাফ হোসেনের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এস.এম.ই ব্যাংকিং বিভাগের প্রধান ইশতিয়াক মহিউদ্দীন।
বাংলাদেশ ব্যাংক মৎস্য ও গবাদী পশু মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্প্রতি ২০০ কোটি টাকার ওই পুনঃঅর্থায়ন প্রকল্প চালু করে।
অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের পুরো অর্থ দুগ্ধ উৎপাদন ও গবাদি পশুর কৃত্রিম প্রজননে যুক্ত চাষীদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক ব্যাংক ২০১৫ সালের সেপ্টেম্বরে পুনঃঅর্থায়ন প্রকল্পে অংশ নেয়। ব্র্যাকটি ইতোমধ্যে পাবনার ভাংগুরা ও ফরিদপুর ইউনিয়নের ৪০ জন খামারিকে ৬৬ লাখ ৫০ হাজার টাকা অর্থায়ন করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













