সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৬০টি দেশের চলচ্চিত্র নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল

রাত পোহালেই শুরু হচ্ছে ‘চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগানে ১৪ জানুয়ারি শুরু হচ্ছে চলচ্চিত্রের এই মহাযজ্ঞ। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ১৮৪টি চলচ্চিত্র দেখানো হবে। উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও ধানমণ্ডির ইএমকে সেন্টারে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। প্রদর্শনীর বেশিরভাগই বিনামূল্যে দেখানো হবে।

তবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও পাবলিক লাইব্রেরির নির্বাচিত কিছু চলচ্চিত্র প্রদর্শনী ৫০ টাকা দর্শনীর বিনিময়ে দেখানো হবে। তা ছাড়া শিশু ও শিক্ষার্থীর জন্য রয়েছে বিশেষ সুবিধা। এ ছাড়া এ উৎসবে প্রদর্শিত ছবিগুলোর মধ্য থেকে বিভিন্ন বিভাগে ৬টি পুরস্কার প্রদান করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনের এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রখ্যাত সিরীয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস ও নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আনিয়া ব্রেইন মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’।

উৎসব উপলক্ষে ১৩ জানুয়ারি (বুধবার) ঢাকা ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্যে উৎসবের বিস্তারিত কর্মসূচি জানান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাবন্ধিক মফিদুল হক, কবি ও স্থপতি রবিউল হুসাইন, নাট্যজন ম. হামিদ, চলচ্চিত্র নির্মাতা ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক সামিয়া জামান, চলচ্চিত্র নির্মাতা হায়দার রিজভী, সহকারী অধ্যাপক ইশরাত খান বর্ষা, আইএফআইসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মঈনুদ্দীন প্রমুখ।

এবারও এ উৎসবকে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে। উৎসব উপলক্ষে ঢাকায় আসছেন ৮৮ বিদেশি অতিথি। এরই মধ্যে ৬০ বিদেশি অতিথি চলে এসেছেন। ছবিগুলো দেখানো হবে অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়া ও এশিয়া) প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগ, ট্রিবিউটস, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস বিভাগ, স্পিরিচ্যুয়াল ফিল্মস, উইমেন ফিল্মস ও ইনডিপেনডেন্ট ফিল্মস বিভাগে।

চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক সিনে ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ জানুয়ারি। তুর্কি বংশোদ্ভূত নরওয়েজীয় চলচ্চিত্রকার নেফিসে ওজকাল লরেন্টজিন এর তত্ত্বাবধানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউ ল্যাব) সহযোগিতায় এতে বাংলাদেশ ছাড়াও ভুটান, ইরান ও ফিনল্যান্ডের ২৫ জন নবীন চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও সাংবাদিক অংশ নেয়ার সুযোগ পাবেন। আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে উৎসবে নারীর ভূমিকা বিষয়ক সম্মেলন হবে ১৫ ও ১৬ জানুয়ারি।

এই উৎসব আয়োজনের কো-স্পন্সর আইএফআইসি ব্যাংক লিমিটেড। আয়োজন সহযোগিতায় রয়েছে নরওয়েজিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন হাগুসান্ড, রিলপোর্ট-জার্মানি, ইএমকে সেন্টার, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউ ল্যাব)। উৎসবের মিডিয়া পার্টনার স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ এবং নিউজ পার্টনার হিসেবে রয়েছে ‘একাত্তর টিভি’।

উৎসবে আফগানিস্তান, আর্জেন্টিনা, আরমেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলজিয়াম, ব্রাজিল, কম্বডিয়া, কানাডা, চিলি, চীন, কিউবা, চেকরিপাবলিক, ডেনমার্ক, মিশর, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জর্জিয়া, গ্রিস, গুয়েতেমালা, আইসল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইতালি, জাপান, জেরুজালেম, জর্ডান, কাজাকিস্তান, কেনিয়া, কসোভো, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, মরক্কো, মিয়ানমার, নেপাল, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইনস, পোল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, তিব্বত, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ভেনিজুয়েলা ও স্বাগতিক বাংলাদেশ অংশ নিচ্ছে।

‘চলচ্চিত্রের যাবতীয় তথ্যসমৃদ্ধ স্মরণিকা প্রকাশিত হওয়ার পাশাপাশি উৎসব চলাকালে প্রতিদিনকার সংবাদসহ একটি বুলেটিন প্রকাশ করা হবে। একটি আকর্ষণীয় পোস্টার ও স্মরণিকা প্রকাশিত হবে। মিট দ্য প্রেস-এ চলচ্চিত্রকার, প্রযোজক, অভিনয় শিল্পীসহ দেশি-বিদেশি ডেলিগেট সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং নিউজ পার্টনার একাত্তর টেলিভিশন উৎসব চলাকালীন প্রতিদিন ২০ মিনিট দৈর্ঘ্যের উৎসব সম্পর্কিত একটি অনুষ্ঠান প্রচার করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন