৬০ বছর বয়সে পিতার পরিচয় জানলেন ব্রিটিশ আর্চবিশপ
বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার মানুষের দীর্ঘদিনের বিশ্বাস আর সামাজিক অবস্থানকে কেমন নড়বড়ে করে ফেলছে দেখুন না। যুক্তরাজ্যের কান্টারবুরি আর্চবিশপ বুড়ো বয়সে এসে জানলেন, তার প্রকৃত বাবা হচ্ছেন ব্রিটেনের সাবেক নেতা উইনস্টোন চার্চিলের এক সেক্রেটারি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনি এ সত্য জানতে পেরেছেন। শুক্রবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।
দেশটি যুক্তরাজ্য বলে ওই যাজককে নিয়ে এখনো কোনো নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি সেখানকার সাধারণ মানুষ। কিন্তু বাংলাদেশের কোনো ধর্মীয় নেতা সম্পর্কে এ ধরনের কথা জানা গেলে এতক্ষণে তো হুলস্থূল শুরু হয়ে যেত।
শুক্রবার এক বিবৃতিতে উয়েলবি বলেছেন,‘গত মাসে আমি জানতে পেরেছি যে, গাভিন ওয়েলবি আমার সত্যিকারের বাবা নন। আমার জৈবিক বাবা হচ্ছেন প্রয়াত স্যার অ্যান্থনি মন্টাগুই ব্রাউনি। এই সত্য জানার পর আমি হতবাক।’
৬০ বছরের ওয়েলবি খ্রিস্টানদের অ্যাংলিকান সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা। গোটা বিশ্বে এই সম্প্রদায়ের জনগোষ্ঠীর সংখ্যা সাড়ে আট কোটির ওপরে।
এদিকে এই সত্য জানতে পারার পর ছেলের মত বিস্মিত হয়েছেন মা জেন উইলিয়ামসও। আর্চবিশপ ওয়েলবির মা বলছেন, তিনি এবং তার সাবেক স্বামী গাভিন ওয়েলবি দুজনই প্রচুর মদ খেতেন। ওই বিয়েতে সুখী ছিলেন না জেন। চার্চিলের সেক্রেটারি অ্যান্টনি মন্টেগুই ব্রাউনির সঙ্গে তার সম্পর্ক ছিল। জেন তার সঙ্গে বিছানায়ও গিয়েছিলেন। কিন্তু আর্চবিশপ জাস্টিন ওয়েলবি যে ওই ভদ্রলোকেরই সন্তান এটি তিনি বুঝতে পারেননি। ১৯৫৫ সালে তিনি ওয়েলবির বাবাকে বিয়ে করেছিলেন। এর নয় মাস পর ছেলের জন্ম। ১৯৫৮ সালে তাদের বিয়ে ভেঙে যায়।
সম্প্রতি ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকায় উলেবির প্রকৃত পিতা ব্রাউনি বলে তথ্য প্রমাণ সহকারে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই নিজের ডিএনএ পরীক্ষা করান আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এই পুরোহিত ২০১৩ সাল থেকে কান্টারবুরির আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন