৬২ ধনীর কাছে বিশ্বের অর্ধেক সম্পদ!

বর্তমানে বিশ্বের দরিদ্র ৩৫০ কোটি মানুষের মোট সম্পদের সমান সম্পদ রয়েছে মাত্র ৬২ জন ধনীর কাছে। আর শীর্ষ ১ শতাংশ ধনী ধারণ করছে বাকি ৯৯ শতাংশ মানুষের সমান সম্পদ।
দারিদ্র্য বিমোচনে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস ও মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যের ভিত্তিতে এ হিসাব দাঁড় করিয়েছে অক্সফাম।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বনেতাদের সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক অসাম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে অক্সফাম।
অক্সফামের গত বছরের প্রতিবেদনে বলা হয়, সম্পদের ভিত্তিতে বিশ্বের মোট জনসংখ্যার তলানির অর্ধেক মানুষের সমান সম্পদ রয়েছে ৮০ জন ধনীর কাছে। এ ক্ষেত্রে এই ধনকুবেরের সংখ্যা ২০১৪ সালে ছিল ৮৫ ও ২০১০ সালে ছিল ৩৮৮।
ওয়াল স্ট্রিট জার্নালকে অক্সফামের জ্যেষ্ঠ গবেষক নিক গ্যালাসো বলেন, বর্তমানে বিশ্ব প্রকাণ্ড অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে। এই প্রবণতা আরো অবনতির দিকে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন