৬৩ বছর বয়সে প্রথম মাতৃত্বের স্বাদ!
৬৩ বছর বয়সী তাসমানিয়া প্রথমাবারের মত মা হয়েছেন। তার ঘরে এক ফুটফুটে কন্যার আগমন হয়েছে। অস্ট্রেলিয়ায় এটি যেন এক রেকর্ডে রূপান্তরিত হয়েছে। এতো বেশি বয়সে সন্তানের জন্ম এর আগে শোনা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী সে নারী আইভিএফ প্রক্রিয়ার সাহায্যে গর্ভবতী হয়েছে এবং তার নাম-পরিচয় প্রকাশ করা হয় নি। গত ১ই আগস্ট সিজারিয়ানের মাধ্যমে তার প্রথম কন্যা সন্তান পৃথিবীর আলো দেখতে পায়। মেলবোর্নে বেসরকারি হাসপাতাল ফ্রান্সেস পেরি হাউযে তার অপারেশন সম্পন্ন হয়।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক বছর চেষ্টা করেও আইভিএফ পদ্ধতি ব্যর্থ হলে তিনি বিদেশী এক দাতা থেকে ভ্রূণ ধারণ করে। নতুন এই পদ্ধতিতে তিনি মাতৃত্বের স্বাদ পায়।
৬৩ বছর বয়সী এই নারীর স্বামীর বয়স ৭৮ বছর। তিনি এবং তার কন্যা হাসপাতালে সেরে উঠছেন।
তবে এই খবর প্রকাশের পর থেকে বিতর্কের শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ৫৩ বছরের চেয়ে বেশি বয়সী নারীদের আইভিএফ চিকিৎসায় কোন কাজ হয় না।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যাব কোভ্যাকসের বলছেন, ‘আমাদের বয়স যখন ৬০ এর কৌঠায় পরে তখন আর শিশুর পরিকল্পনা করা উচিৎ নয়। এই সময় বাচ্চার পরিকল্পনা না করা সবচেয়ে উত্তম।’
২০১০ সালে অস্ট্রেলিয়ায় ৬০ বছরের একজন নারী মা হয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙ্গে ৬৩ বছর বয়সে মা হলেন আরেকজন নারী।–সুত্র: জি নিউজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন