৬৪ রান করে অপরাজিত মুমিনুল , প্রথম সেশনকে গুরুত্বপূর্ণ ভাবছেন তামিম

ওয়েলিংটনে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টির কারণে এদিন খেলা হয়েছে মাত্র ৪০.২ ওভার। আর তাতে বাংলাদেশের অবস্থানও মোটামুটি ভালো। এদিন তিন উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দিনের খেলা শেষে টাইগার ওপেনার তামিম ইকবাল বলেন, কাল প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম সেশনটা যদি আমরা ভালোভাবে কাটাতে পারি তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। টেস্ট ক্রিকেটে সেশন বাই সেশন ভালো খেলতে পারাটা গুরুত্বপূর্ণ। মুমিনুল ভালো খেলছে। ও যদি ইনিংসটা লম্বা করতে পারে তাহলে আশা করি, ভালো সংগ্রহই হবে।
এদিন ৫০ বল খেলে ৫৬ রান করে আউট হন তামিম ইকবাল। আর ৬৪ রান করে অপরাজিত থাকেন মুমিনুল হক। মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৬ রান। ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে মাত্র এক রান। পাঁচ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন