শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৬৮৭ রানে ইনিংস ঘোষণা ভারতের

বাংলাদেশের স্পিনারদের অকার্যকর প্রমাণ করে রানের হিমালয় বানিয়ে ফেলেছে ভারত। বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি ও মুরালি বিজয়ের সেঞ্চুরির পর শতক করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। আর ভারতের রানটাও আকাশ ছুঁয়েছে। ৬ উইকেটে ৬৮৭ রান করেছে ভারত। ব্যাটিং প্রদর্শনীর ম্যাচে ঋদ্ধিমান ১০৬, চেতেশ্বর পুজারা ৮৩ ও আজিঙ্কা রাহানে ৮২ রান করেছেন।

ম্যাচে ফিরতে হলে চাই উইকেট, এমন সমীকরণ মাথায় রেখে প্রথম সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে কোথায় কী! উল্টো দিনের প্রথম ভাগে বাংলাদেশের বোলারদের শাসন করে চলেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। তবে শেষ পর্যন্ত উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৮২ রান করা রাহানেকে ফিরিয়েছেন তাইজুল হক। গতকালের ১২২ রানের জুটিটাতে আজ আরো একশ রান যোগ করেন এ দুজন। দলীয় ৪৫৬ রানে রাহানের দারুণ ক্যাচ ধরেন মেহেদি হাসান মিরাজ।

এর পর দ্বিশতক করে আউট হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এ নিয়ে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড। তাইজুলের বলে স্কয়ার কাট করতে গিয়ে লেগবিফোরের ফাঁদে পড়েন ভারত অধিনায়ক। তার আগে ২৪৬ বলে ২০৪ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন তিনি।

কোহলির বিদায়ের পর রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহা মিলে যোগ করেন ৭৪ রান। ব্যক্তিগত ৩৪ রানে মিরাজের বলে স্লিপে ক্যাচ দেন অশ্বিন। এরপর ঋদ্ধি ও জাদেজা যোগ করেন আরো ১১৮ রান। এই জুটিতেই অর্ধশতক পূর্ণ করেন জাদেজা। শেষ পর্যন্ত ৬০ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। ১৬ বছর পর ভারতের বিপক্ষে ‘ঐতিহাসিক’ টেস্টের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দিনের প্রথম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে আসেন লোকেশ রাহুল। তাসকিনের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরে বল লেগে বোল্ড হন ভারতীয় ব্যাটসম্যান। ভারতের রান তখন মাত্র ২।

এরপর মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ১৭৮ রানের জুটিতে খেলায় ফিরে আসে ভারত। জুটিটা যখন ভয়ংকর হয়ে উঠছিল, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনারের বলে উইকেটরক্ষক মুশফিককে ক্যাচ দেন চেতেশ্বর পুজারা। এর আগে পুজারা ও বিজয় মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ ওভারে ১৭৮ রান যোগ করেন। পুজারাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে খানিকটা হলেও স্বস্তি ফেরালেন অফস্পিনার মিরাজ। ১৭৭ বলে ৮৩ রান করে বিদায় নেন ভারতীয় জাতীয় দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পুজারা।

১৯তম ওভারে জীবন পাওয়ার পর শতক পূর্ণ করেই প্যাভিলিয়নে ফিরলেন মুরালি বিজয়। তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারতীয় ওপেনার। এর আগে ১৬০ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিজয়।

মুরালি বিজয় ও বিরাট কোহলির শতকে ৩ উইকেটে ৩৫৬ রান নিয়ে প্রথম দিনটা শেষ করে ভারত। বিরাট কোহলি ১১১ ও রাহানে ৪৫ রানে অপরাজিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি